আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন জামায়াতের ৪ নেতা
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে আটক হওয়া জামায়াতের চার নেতা মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাদের মুক্তি দিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগ পরিচালক আশরাফুল আলম ইমন এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জামায়াতের আমিরের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আগামী ৫ জুন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করতে চেয়েছিল জামায়াত। কর্মসূচিতে সহযোগিতার আবেদন নিয়ে দুপুরে ডিএমপিতে যান তারা। সেখান থেকে পুলিশ চারজনকে আটক করে। পরে তাদের মিন্টু রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ডিএমপি কার্যালয়ে যাওয়ার পথে জামায়াতের ৪ নেতা আটক
জামায়াতের ৪ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।
এদের মধ্যে সাইফুর রহমান জামায়াতের হাইকোর্ট শাখার সাধারণ সম্পাদক। অন্যদের পদবি জানা যায়নি।