বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় বোরো ধান সংগ্রহ অভিযান এর উদ্বোধন

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের মধ্য থেকে ধান সংগ্রহ অভিযান এর উদ্বোধন করা হয়েছে। এই ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। এসময় উপস্থিত ছিলেন কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদুল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, কসবা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার সজীব, কসবা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন আজাদ, কুটি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জোহরা ভূইয়া প্রমুখ। এসময় লটারিতে নির্বাচিত কৃষক, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান জানান, সরকার এর খাদ্য বিভাগ কর্তৃক অনলাইন পদ্ধতিতে “কৃষকের অ্যাপ” এর মাধ্যমে সরাসরি কৃষকের নিকট হতে বোরো ধান সংগ্রহ ২০২৩ এর আওতায় ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। তিনি জানান, উপজেলার ১ হাজার ২৯জন কৃষকের মধ্য থেকে স্বচ্ছতার সাথে লটারিতে নির্বাচিত তিনশত ৭২ জন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩০টাকা দরে ১ হাজার ১১৮ মেট্রিক টন ধান কসবা ও কুটি খাদ্য গুদামের মাধ্যমে সংগ্রহ করা হবে।