বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিরনগরে “স্মার্ট লাইভস্টক বাজার” ও ভেড়া বিতরণের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেধা বিকাশে খাটিঁ পণ্য সরবরাহে একটি বিশ্বস্থ প্রতিষ্ঠান এই স্লোগানকে সামনে রেখে“স্মার্ট লাইভস্টক বাজার” ও সুফলভোগী খামারীদের মধ্যে ভেড়া বিতরনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে হাওর অঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক উদ্বোধনী ও বিতরণ সভা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কাজী নজরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ(ওসি)হাবিবুল্লাহ সরকার,উপজেলা আওয়ামলীগ সভাপতি অসিম কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরে আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহেরা বেগম ও সাজেদা বেগম কোহিনুর আক্তার । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি সুফলভোগী ৭৫ জন খামারীর মধ্যে ভেড়া ও নগদ অর্থ বিতরন করেন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে “স্মার্ট লাইভস্টক বাজারের” উদ্বোধন করেন। পরে তিনি বাজার পরিদর্শন করেন।

বাজারের পরিচালক আল-মামুন চৌধুরী জানান,এখানে দুধ,দই,ঘি,পনির,মিষ্টি,লাচ্ছি,দুধ চা,এন্টিবায়োটিক মুক্ত ডিম,পোল্ট্রি ও রাজ হাসেঁর মাংসসহ সকল প্রাণিজ পণ্য বিক্রয় করা হবে।

এ জাতীয় আরও খবর