বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নবীনগরে মোবাইলকোর্ট অভিযানে ৫ ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

news-image
ইব্রাহীম খলিল: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে কৃষি জমি নষ্ট করায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ টি ড্রেজার মেশিন, ৫ টি পাম্প ও পাইপসমূহ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক সাতমোড়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, চারপাশের বিস্তীর্ণ সবুজ শ্যামল ফসলি জমির মাঝখানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে কৃষিজমি ধ্বংস হচ্ছে, জমির আইল ভেঙে পড়ার কারণে চারপাশের কৃষিজমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমির পরিমাণ কমে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাধ্য হয়ে কৃষক কম মূল্যে তার জমি বিক্রি করে দিচ্ছে। এক ইঞ্চি জমি ও অনাবাদী রাখা হবেনা এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে নবীনগরে মুনাফালোভী ড্রেজার ব্যাবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব‍্যাহত থাকবে।