শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টেস্ট সিরিজের আগে ছুটি মিলবে না সাকিব-লিটনদের

news-image

স্পোর্টস ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এদিকে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে তাদের আইপিএলে যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার গুঞ্জন থাকলেও সেটা নিয়েছে ভিন্ন মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।

আজ শুক্রবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‌‘আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।’

সাকিবদের এনওসি প্রসঙ্গে পাপন বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

এনওসি প্রসঙ্গে জিজ্ঞেস করাতেই বিরক্ত কণ্ঠে বলেছেন, ‘আবারও একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।’

বাংলাদেশি তিন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে পাপন বলেন, ‘ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) আইপিএলে খেলাবে কি না তাও জানি না। আপনি (সাংবাদিক) যদি নিশ্চয়তা দেন ওদের খেলাবে তাহলে সে বিষয়ে কথা বলতে পারি।’

 

এ জাতীয় আরও খবর