মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

টেস্ট সিরিজের আগে ছুটি মিলবে না সাকিব-লিটনদের

news-image

স্পোর্টস ডেস্ক : জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ পর্দা উঠলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬ তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এদিকে এবারের আইপিএলে সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। তবে তাদের আইপিএলে যাওয়া নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলার জন্য সাকিবদের অনাপত্তিপত্র পাওয়ার গুঞ্জন থাকলেও সেটা নিয়েছে ভিন্ন মোড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে, টেস্ট সিরিজের আগে ছুটি মিলছে না সাকিব-লিটনদের।

আজ শুক্রবার ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‌‘আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা এখনো দেইনি।’

সাকিবদের এনওসি প্রসঙ্গে পাপন বলেন, ‘আইপিএল কর্তৃপক্ষ যখন আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা তাদের বলেছি, কখন তারা (সাকিব-মোস্তাফিজ-লিটন) অ্যাভেইলেবল। আমরা সেই অনুযায়ী তাদের ছেড়ে দেব। এরপর সিদ্ধান্ত যদি পরিবর্তন হয় তাহলে বিসিবি জানাবে। এটাই আমি বলেছি বারবার।’

এনওসি প্রসঙ্গে জিজ্ঞেস করাতেই বিরক্ত কণ্ঠে বলেছেন, ‘আবারও একই প্রশ্ন। কতদিন করবেন এই প্রশ্ন। একটা কথা বারবার বলতে হয়, প্রতিবার একই কথা বলে যাচ্ছি আপনাদের এবং এমনও দেখেছি, শুনেছি এনওসি নাকি দিয়েই দেওয়া হয়েছে। আশ্চর্য কথা! আমরা জানি না এটাই হলো সমস্যা।’

বাংলাদেশি তিন ক্রিকেটারের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে পাপন বলেন, ‘ওদের (সাকিব-লিটন-মুস্তাফিজ) আইপিএলে খেলাবে কি না তাও জানি না। আপনি (সাংবাদিক) যদি নিশ্চয়তা দেন ওদের খেলাবে তাহলে সে বিষয়ে কথা বলতে পারি।’

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম

সুধারসনের সেঞ্চুরিছোঁয়া ইনিংসে গুজরাটের রানপাহাড়

কোচ ছোটনের পদত্যাগকে ‘স্বাভাবিক’ বললেন সালাউদ্দিন