শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কিশোর নিহত

news-image

লক্ষ্মীপুর ও রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে রাসেল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামের মিয়ার হাট রাহুল ঘাটে এ সংঘর্ষ হয়।

ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা রুহুল আমিনসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

নিহত রাসেল চর কাচিয়া গ্রামের মনির হোসেন ভুট্টুর ছেলে। সে দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলামের ভাতিজা।

স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদী থেকে জেগে ওঠা খাসজমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও দক্ষিণ চরবংশী ইউপির সদস্য নজরুল ইসলামের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারাল অস্ত্রের আঘাতে কিশোর রাসেল গুরুতর আহত হয়।

রাসেলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাথায় ধারাল অস্ত্রের আঘাত পেয়ে আহত হয়েছেন রুহুল আমিন নামের এক ব্যক্তি। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য নজরুল ইসলামের মোবাইল ফোন নম্বরে কল করলে তিনি ব্যস্ত আছেন বলে সংয়োগ বিচ্ছিন্ন করে দেন।

দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান আবু সালেহ মো. মিন্টু ফরায়েজী বলেন, আধিপত্য বিস্তার নিয়ে রাহুল ও নজরুলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একজন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে।

কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আনোয়ার হোসেন।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ পুলিশের চার সদস্য আহত হয়েছেন। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী