শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইবিতে নির্যাতনের শিকার সেই ছাত্রীকে যে প্রতিশ্রুতি দিলো হল প্রশাসন

news-image

ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্যাতনের শিকার ছাত্রীর বক্তব্য শোনার জন্য তাকে ডেকেছে দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন। আগামীকাল শনিবার বেলা ১১টায় তাদের অফিসে তাকে দেখা করতে বলেছে। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. শামসুল আলম বলেন, ‘আমাদের হল প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে ডেকেছে।’

জানতে চাইলে ভুক্তভোগী বলেন, মামা এবং বাবার সঙ্গে তিনি আগামীকাল শনিবার সকালে ক্যাম্পাসে আসবেন। ক্যাম্পাসে এসে প্রথমে উপাচার্যের সঙ্গে দেখা করবেন। পরে প্রয়োজনমতো সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবেন।

তিনি আরও বলেন, ‘শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাড়িতে থেকে ওষুধ সেবন করছি। তবে শারীরিকভাবে বেশি দুর্বল হয়ে পড়েছি।’

এদিকে ভুক্তভোগীকে নিরাপত্তা দিতে হাইকোর্টের আদেশ পাওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ভুক্তভোগীকে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত হয়ে আগামীকাল শনিবার পাবনা থেকে সকালে ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নেন ভুক্তভোগী।

জানা যায়, ক্যাম্পাসের ফটকে ভুক্তভোগী বাস থেকে নামার সঙ্গে সঙ্গে ইবি থানা-পুলিশ ও প্রক্টরিয়াল বডি ভুক্তভোগীর নিরাপত্তা দেবে। ক্যাম্পাস চত্বরে ভুক্তভোগীকে সার্বক্ষণিক নিরাপত্তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘ভুক্তভোগীকে কুষ্টিয়া আসার সঙ্গে সঙ্গে আমাকে জানাতে বলেছি। আমার দায়িত্ব হলো তাকে নিরাপত্তা দেওয়া। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।’

উল্লেখ্য, গত রোববার রাতে ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা প্রথম বর্ষের এক ছাত্রীর ওপর নির্যাতন চালান। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় হাইকোর্টে রিট করা হলে সানজিদা চৌধুরী ও তাবাসসুম ইসলাম নামের দুই ছাত্রলীগ নেত্রীকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেন আদালত। গতকাল এ নির্দেশ দিলে অভিযুক্ত দুই ছাত্রলীগ নেত্রী বিশ্ববিদ্যালয় থেকে চলে গেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত। সে অনুযায়ী তদন্ত কমিটিও গঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী