শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রভা, চাইলেন সাহায্য

news-image

বিনোদন প্রতিবেদক : মানসিকভাবে ভালো নেই জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। শুভাকাঙক্ষীদের কাছে চেয়েছেন সাহায্যও। ইনস্টাগ্রামে এক পোস্টে প্রভা জানান, ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এসব ভুয়া অ্যাকান্ট রিপোর্ট করার আহ্বান জানিয়ছেন তিনি।

এই অভিনেত্রী লিখেছেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি… আমি আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটক প্লাটফর্মের আমার কোনো আইডি নাই। ইতোমধ্যে যারা যারা ভেবেছেন যে এটা আমার বা আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন সেগুলো কোনটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারের আমার ভালো চান শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার এই আইডিগুলোতে রিপোর্ট করে আপনার এগুলো চিরতরে বন্ধ করে দেয়ার জন্য সাহায্য করবেন।’

প্রভা আরও লিখেছেন, ‘আর আমার যত বন্ধু এবং কলিগস আছেন তারা যদি কখনো আমার এই পোস্টটা দেখে থাকেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এই আইডিটার ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন। এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি। কারণ যে মানুষগুলো এই আইডিগুলো ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে। যেটা আমার উদ্দেশ্য না।’

সবশেষ এই অভিনেত্রীর ভাষ্য, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন, এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী