শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

news-image

আদালত প্রতিবেদক : রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় ছয় ও সাত বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ফজলু (৩২) ও মো. জহিরুল ইসলাম (৫৪)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিতি ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২১ মে দুপুরে মিরপুর মডেল থানার মধ্য পীরেরবাগ এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে থেকে আসামিরা দুই শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে ডেকে নেন। পরে তাদের নিয়ে রিকশায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে গ্যারেজে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েকে গোসল করানোর সময় শরীরের বিভিন্ন দাগ দেখতে পেয়ে বিষয়টি বুঝতে পারেন এক শিশুর মা। জিজ্ঞাসা করলে এ ঘটনার কথা মাকে জানায় শিশুটি।

এ ঘটনায় পরেরদিন ২২ মে এক শিশুর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। ২০২১ সালের ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি একই আদালত আসামিদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন। মামলায় চার্জশিটভুক্ত ৯ আসামির মধ্যে পাঁচ জনের সাক্ষ্যগ্রহণ করে ট্রাইব্যুনাল।

 

এ জাতীয় আরও খবর