শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোরশেদুল ইসলামের ওপর খেপলেন ঝন্টু, করবেন মামলা

news-image

শিমুল আহমেদ : বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন নিয়ে ‘অপারেশন জ্যাকপট’ শিরোনামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা আসে প্রায় দুই বছর আগে। আর কিবরীয়া ফিল্মসের ব্যানারে এটি নির্মাণের প্রস্তাব সবার আগে আসে গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর কাছে। সেখানে প্রস্তবিত নামে ঝন্টুসহ আর তিনজনের নাম রাখা হয়।

শুরুতে ‘অপারেশন জ্যাকপট’র সঙ্গে যুক্ত ছিল নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু পরবর্তীতে ২৩ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকার এই সিনেমাটির দায়িত্ব নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর চিত্রনাট্য তৈরিতে কয়েক বছর কাজ করেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। পরবর্তীতে পরিচালক নির্বাচনে মন্ত্রণালয়ের অনিয়মের অভিযোগও তুলেন এই নির্মাতা। কিন্তু সম্প্রতি সিনেমাটি নির্মাণ নিয়ে ‘দীপু নাম্বার টু’খ্যাত নির্মাতা মোরশেদুল ইসলামের সঙ্গে বাকযুদ্ধ বাঁধে বরেণ্য নির্মাতা ঝন্টুর।

মোরশেদুল ইসলাম ‘অপারেশন জ্যাকপট’ প্রকল্পের চিত্রনাট্য প্রস্তুত কমিটির সদস্য। তিনি এর নির্মাণ প্রসঙ্গ টেনে বলেন, ‘সম্মান রেখেই বলছি, স্বাধীনতার ইতিহাস নিয়ে এমন একটি ছবি দেলোয়ার জাহান ঝন্টুর নির্মাণের যোগ্যতা নেই। আমরা এটা প্রতিহত করব।’ তার এমন কথায় বেজায় খেপেছেন ঝন্টু। আর মোরশেদুল ইসলামের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

দেলোয়ার জাহান ঝন্টুর দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘মোরশেদুল ইসলাম মনে হয় জানে না আমি একজন মুক্তিযোদ্ধা। আমি দুটি মুক্তিযুদ্ধের ছবি বানিয়েছি। সে আমার নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে। এই (অপারেশন জ্যাকপট) ছবি নাকি আমি বানাতে পারব না। তার এমন কথা আমার আত্মসম্মানে লেগেছে। আমি ওর নামে আগামীকাল ৫০ কোটি টাকার মানহানি মামলা করব।’

তিনি আরও বলেন, ‘আমি এ বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিমকেও ফোন দিয়েছিলাম। পরে ও বলল, ভাই আমি কিছু বলিনি। এজন্য আমি সেলিমের নামটি বাদ দিয়েছি। এই ছবিটি কিন্তু শুরুতেই আমার নির্মাণের কথা ছিল। সেখানে ও আমার (নির্মাতা মোরশেদুল ইসলাম) নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু তাই নয়, আমার সৃষ্টির অসম্মান করে কথাও বলেছে। এজন্যই আমি ওর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার নির্মাণ প্রসঙ্গে মোরশেদুল ইসলাম বলেন, ‘আমি নির্দ্বিধায় বলতে পারি মন্ত্রণালয় এটি টাকা খেয়ে করেছে। আমাদের কাজ শুরু থেকে টেন্ডারে প্রকল্প জমা দেওয়া পর্যন্ত সচিব, প্রজেক্ট ডিরেক্টর (পিডি) পরিবর্তন হয়েছে। এখন যিনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব (খাজা মিয়া) তিনি এ কাজগুলো করছেন। তাছাড়া টেন্ডার দিয়ে এসব কাজ হয় নাকি? আমি বিষয়টি মেনে নিতে পারছি না।’

সিনেমাটি নির্মাণের দায়িত্ব পাওয়া কিবরীয়া ফিল্মসের কর্ণধার প্রযোজক গোলাম কিবরীয়া লিপু এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।