বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাফ নদী থেকে আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত আটক

news-image

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ডাকাতদলের ৬ সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন আব্দুর রহমান।

তিনি জানান, গতকাল সোমবার শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় একটি অস্ত্রধারী ডাকাতদল ফিশিং বোটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ১টায় কোস্টগার্ড নাফ নদীর মোহনায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের বোট নিয়ে নাফ নদীর মোহনা হতে টেকনাফের দিকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ডের সদস্যরা ডাকাত দলকে ধাওয়া করলে ডাকাতরা রঙ্গিখালীর খড়ের দ্বীপের বনে লুকিয়ে যায়।পরে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও সেন্টমার্টিনের আভিযানিক দল ডাকাত দলের মূল আস্তানা ঘেরাও করে ৬ জন সশস্ত্র ডাকাত সদস্যকে আটক করে।

আটকরা হলেন- উখিয়া ঠ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইব্রাহিম(২৩), মো.আরিফ (৩৩), মো.মাহমুদুর রহমান(১৮), উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.আমিন (৩৩), মো.কানিজ (২৪), উখিয়া বালুখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.নবী হোসেন (২৮)।

ডাকাত সদস্যদের দেওয়া তথ্যমতে, খড়ের দ্বীপের বনের মধ্যে চিরুনি অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ২টি, একনলা বন্দুক ৩টি, এলজি ২টি, শর্টগান ১টি, দেশি পিস্তল ৬টি, ম্যাগাজিন ৪টি, তাজা গোলা ৪৫০ রাউন্ড, ফাঁকা গোলা ৩৬ রাউন্ড, রামদা ৪টি, ২০ হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ২১ বোতল, বিয়ার ৫৫১ ক্যান, ডাকাতি কাজে ব্যবহৃত পোশাক ৭ সেট, হ্যান্ডকাফ ১টি, ল্যান্ড ফোন ১টি, বাটন মোবাইল ৪টি জব্দ করে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।