শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজ বন্দুকের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক,সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনের সময় নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে মো. পারভেজ আলম (৩০) নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এ ঘটনা ঘটে।

নিহত পারভেজ আলম নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের ছেলে। তিনি সাতক্ষীরা নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক। তার বিজিবি সদস্য নম্বর ৮৯৩৯২।

জানা গেছে, ভোরে ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় নিজের বুকে গুলি করেন পারভেজ আলম। গুরুতর আহতাবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ‘নিহত পারভেজ আলমের মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন সুরতহাল রিপোর্টে জানা গেছে।’

এ বিষয়ে ১৭ নীলডুমুর বিজিবি কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর