শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন বিএনপি নেতা

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন মহানগর বিএনপি নেতা কাওছার জামান বাবলা। তবে দলের হাইকমান্ডের নির্দেশে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর প্রেসক্লাব সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন ডাকেন এই নেতা। সেখানেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বিএনপির হয়ে গত সিটি নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন বাবলা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি রসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম। রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীদের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু বিএনপি এই নির্বাচন বর্জন করায় ও দলের পক্ষ থেকে অনুমতি না দেওয়ায় নির্বাচন করা সম্ভব হচ্ছে না। সে কারণে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাবলা বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নেবে না জেনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু দলের হাইকমান্ড থেকে আমাকে ধমক দিয়ে নির্বাচন না করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের বলেছিলাম, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো, দলের নাম তো ব্যবহার করছি না। এর উত্তরে আমাকে বলা হয়, যেহেতু এর আগে দুইবার রসিক নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নির্বাচন করেছি, ফলে দেশের মানুষের কাছে ভুল বার্তা যাবে। তারা মনে করবে বিএনপি মুখে বলে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আবার দলের নেতা নির্বাচন করছে। সে কারণে আমাকে সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো।’

 

এ জাতীয় আরও খবর