শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১৩ জনসহ ২৬০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে এ পর্যন্ত ২৬০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন।রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এরপর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গত ১৭ দিনে তিনটি পদে সর্বমোট ২৬০ জন মনোনয়নপত্র কিনেছেন।

বৃহস্পতিবার দুপুরে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন দলের নেতাকর্মীরা। এছাড়াও মনোনয়ন সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী স্বেবচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবু, জাসদ মনোনীত প্রার্থী শফিয়ার রহমান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান ম-ল রাজু ও স্বতন্ত্র প্রার্থী আবু রায়হান।

একই দিনে সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ১১ এবং সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ৩ জন মনোনয়নপত্র কিনেছেন। এতে মেয়র পদে পাঁচজনসহ ১৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান পিয়াল, জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা কমিটির সাবেক আমির মাহাবুবার রহমান বেলাল, জাকের পার্টির খোরশেদ আলম, জাতীয় পার্টির বহিষ্কৃত সাবেক ভাইস চেয়ারম্যান (রওশন পন্থী) একেএম আব্দুর রউফ মানিক, স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্যবসায়ী মেহেদী হাসান বনি ও ডেইরী এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন