শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুসলিমদের বিশ্বকাপ বর্জন করার আহ্বান আল-কায়দার

news-image

স্পোর্টস ডেস্ক : বহুল কাঙ্ক্ষিত ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এ নিয়ে উন্মাদনা শেষ নেই। তবে বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি বিশ্বকাপ বর্জন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার একটি আঞ্চলিক শাখা অফিস।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অবশ্য জানানো হয়েছে, আল-কায়েদা বিশ্বকাপে সন্ত্রাসী হামলা কিংবা সহিংস কোনো ঘটনা ঘটানোর হুমকি দেয়নি।

ইতোমধ্যে ইয়েমেনকেন্দ্রিক সামরিক শাখা অফিস কাতার বিশ্বকাপের সমালোচনা করেছে। স্বাগতিক দেশ কাতারের সমালোচনা করে সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ‘আরব উপদ্বীপে অসৎ, সমকামী লোকজন নিয়ে আসার পাশাপাশি দুর্নীতি ও নাস্তিকতার বীজ বপন করেছে।

আল-কায়দা মনে করে, এই বিশ্বকাপ ‘মুসলিম দেশগুলোর ওপর দখলদারি ও নিপীড়ন’ থেকে নজর সরিয়ে নিচ্ছে।

শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ববাদী ও জঙ্গি সংগঠনগুলোর অনলাইন কার্যক্রমের ওপর নজর রাখা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ কাল আল-কায়েদার শাখা অফিসের বিবৃতি প্রথম প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ইভেন্ট (বিশ্বকাপ) অনুসরণ করা এবং সেখানে উপস্থিত না হওয়ার জন্য আমরা মুসলিম ভাইদের সতর্ক করছি।’

আজ বাংলাদেশ সময় রাত আটটায় উদ্বোধনী অনুষ্ঠানের পর ১০টায় স্বাগতিক কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ।

 

এ জাতীয় আরও খবর