শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাত ৯টা ৪৫ মিনিটে ফারদিন বুশরাকে রামপুরা নামিয়ে দেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৩) গত ৪ নভেম্বর রামপুরা থেকে কেরানীগঞ্জ, জনসন রোড, গুলিস্তান হয়ে যাত্রাবাড়ী যান। রাত সোয়া ২টায় তাকে যাত্রাবাড়ী মোড়ে হাঁটতে দেখা গেছে। এরপর তাকে সাদা গেঞ্জি পরা ছেলের সঙ্গে কথা বলে লেগুনাতে উঠতে দেখা যায়। ওই লেগুনায় তিন থেকে চারজন ছিল। লেগুনাটি সুলতানা কামাল সেতু পার হয়ে বিশ্বরোডের দিকে গেছে।

ওই এলাকার ক্লোজ সার্কিট (সিসি) টিভি ফুটেজ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই ফুটেজ পর্যালোচনা করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কশিনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিবি প্রধান কয়েকজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফারদিনের গতিবিধি তুলে ধরেন। তবে তাকে কোথায় কিংবা কারা হত্যা করেছে সেটা জানা যায়নি উল্লেখ করে তিনি বলেছেন, হত্যার কারণও এখনো তারা জানতে পারেননি।

এর আগে র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে বলেছিলেন, ‘ফারদিন হত্যাকাণ্ডের সঙ্গে রূপগঞ্জের চনপাড়া এলাকার মাদক কারবারি রায়হান চক্র জড়িত থাকতে পারে বলে তথ্য পেয়েছি। এই হত্যার কারণ কী এখনো আমরা জানতে পারিনি।’

ডিবির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, যাত্রাবাড়ী থেকে লেগুনায় উঠে ডেমরার বাসায় যেতে চেয়েছিলেন ফারদিন। তার বাসা ডেমরার শান্তিবাগে। ফলে বাসায় যেতে হলে ফারদিনকে লেগুনা থেকে নামতে হবে কোনাপাড়া স্টাফ কোয়ার্টার। কিন্তু স্টাফ কোয়ার্টার অতিক্রম করে ফারদিনের বিশ্বরোড পর্যন্ত যাওয়ার তথ্য পেয়েছে ডিবি। তাকে জোর করে সেখানে নেওয়া হয়েছিল কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

ফারদিনকে লেগুনায় জোর করে তেলা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমাদের কাছে মনে হয়েছে স্বাভাবিক কথাবার্তা বা কোনো বিষয়ে তাকে হয়তো প্ররোচনা দিয়ে ওঠানো হয়েছে। লেগুনায় ওঠার সময় ফারদিন একাই ছিলেন, তার সঙ্গে কেউ ছিল না এমনটা জানান ডিবি প্রধান।

হারুন অর রশীদ বলেন, ‘আমরা দেখেছি রাত ৯টা ৪৫ মিনিটে তিনি বুশরাকে নিয়ে রামপুরা নামিয়ে দিলেন, তারপর কেরানীগঞ্জের জিঞ্জিরা গেলেন প্রায় ১১টার কাছাকাছি সময়ে। উনি জনসন রোডে এলেন প্রায় সোয়া ১১টায়। গুলিস্তানে এলেন ১টার কাছাকাছি সময়। এই যে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আসলে উনি কেন যাচ্ছেন সব খতিয়ে দেখা হচ্ছে।’

ফারদিন হত্যার সঙ্গে মাদক কারবারকেন্দ্রিক বা চনপাড়াকেন্দ্রিক একটা গ্রুপের কথা গণমাধ্যমে এসেছে। এ বিষয়ে হারুন অর রশীদ বলেন, ফারদিন সোয়া ২টার দিকে লেগুনায় ওঠেন। এর আগে আমরা তাকে যাত্রাবাড়ীতে হাঁটতে দেখেছি। গণমাধ্যমের প্রতিবেদনে আসা তথ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা তো মাঝে মাঝে বলছেন ফারদিন আড়াইটায় চনপাড়া ছিলেন, এটা সত্য হওয়ার কথা না। এখান থেকে (যাত্রাবাড়ী) রওনা দিয়ে তারাবোতে যেতে তার ২টা ৪৫ মিনিট পর্যন্ত লাগবে। ২টা ৪৫ মিনিট থেকে চনপাড়া আসতে আবার নোয়াপাড়া যেতে হবে তাকে। নোয়াপাড়া থেকে নদী পার হয়ে আসতে হবে চনপাড়া, সেটা অনেক সময়ের ব্যাপার।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লেগুনায় যেখানে থাকার কথা ১৮-১৯ জন সেখানে এই লোকটাসহ (ফারদিন) মোট ৫ জনকে নিয়ে রওনা দিল। আমরা এ বিষয়টিও নজরদারিতে রেখেছি। লেগুনাটি আমাদের নজরে রয়েছে। পাশাপাশি অন্য কোনো ঘটনা সেখানে ঘটেছে কি না সেটাও আমরা তদন্ত করছি।’

রামপুরা থেকে ফারদিনের বিভিন্ন স্থানে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে মনে হচ্ছে না তাকে চনপাড়ায় হত্যা করা হয়েছে।’

ফারদিনের বান্ধবী বুশরা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুশরার বক্তব্য ফারদিনের মানসিক অবস্থা স্বাভাবিক ছিল। তারা একটি রেস্টুরেন্টে খেয়েছেন। তারা বিলটাও আলাদা আলাদা দিয়েছেন। পরে বুশরাকে রামপুরা নামিয়ে দিয়ে ফারদিন চলে গিয়েছেন। রাত ১টা পর্যন্ত ফারদিন বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ১১টা ৯ মিনিটে বুশরার খুদেবার্তার জবাবে ফারদিন জানান তিনি বাসায় গিয়েছেন। তবে সে সময় তিনি জনসন রোডে ছিলেন। এছাড়া যাত্রাবাড়ী থেকে গিয়ে তার নামার কথা কোনাপাড়া, কিন্তু সেখানে নামেননি।

গতকাল দুপুরে ডিবি কার্যালয়ে যান ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা। ডিবি প্রধানের সঙ্গে সাক্ষাৎ শেষে মামলার তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘সব মিলে আমি সন্তুষ্ট। তবে যদি পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে প্রকৃত ঘটনা বের করে আনা কঠিন। এরপরও আমি আস্থা রাখতে চাই।’

ডিবি বলছে মামলার এক নম্বর আসামি বুশরার সম্পৃক্ততা পাইনি এ বিষয়ে আপনার বক্তব্য কী- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বুশরা জড়িত না সেটি এখনো নিশ্চিত না।’

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী ফারদিন ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। পরদিন রাজধানীর রামপুরা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন রানা। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা। সেই মামলায় গ্রেপ্তার ফারদিনের বান্ধবী বুশরা পাঁচদিনের রিমান্ড শেষে জেলে আছেন।