শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১০৭৫৯ ইভিএমের মধ্যে ৬০৩৫ ত্রুটিপূর্ণ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ১৫০টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে ভোট করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যেই জানা গেল, রংপুর অঞ্চলে সংরক্ষিত ইভিএম সেটগুলোর বিভিন্ন যন্ত্রাংশ উইপোকায় আক্রান্ত হয়েছে।

উইপোকার আক্রমণে ইভিএম যন্ত্রাংশের অপূরণীয় ক্ষতি হয়েছে। শুধু তাই নয়, সেখানকার ১০ হাজার ৭৫৯টি যন্ত্রের ৬ হাজার ৩৫টিই ত্রুটিপূর্ণ। আর ১ হাজার ১২৩টি যন্ত্রাংশের হদিসই নেই। খোদ প্রকল্প পরিচালকের প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

গত সোমবার প্রকল্প পরিচালক কর্নেল সৈয়দ রাকিবুল হাসান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো প্রতিবেদনে রক্ষণাবেক্ষণে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বলেন, ‘কতগুলো ইভিএম নষ্ট হয়েছে সেই সংখ্যাটি বলা যাচ্ছে না। তবে এ সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে এসেছে। এ প্রতিবেদন চলমান প্রক্রিয়ার অংশ। সারা দেশ থেকেই আমরা জানার চেষ্টা করছি, ইভিএমগুলো বর্তমানে কী অবস্থায় আছে। যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০টি আসনে ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কমিশনের।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রংপুরের ইভিএমগুলোর কতগুলো মেরামত করা যাবে তা বিএমটিএফের প্রতিবেদনের পর জানা যাবে। তবে কোনো ইভিএম হারিয়েছে বলে আমার জানা নেই। কাগজের কার্টনে থাকার কারণে উইপোকা ঢুকে থাকতে পারে।’

২৭ ডিসেম্বরে রংপুর সিটিতে ভোট আয়োজনে এর প্রভাব পড়বে না জানিয়ে ইসির এ কর্মকর্তা বলেন, ‘রংপুর থেকে আমরা এখনো চাহিদা পাইনি। সেখানে কতগুলো ইভিএম ব্যবহার করা হবে তা জানার পর করণীয়র বিষয়ে সিদ্ধান্ত হবে।’

কমিশনে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৮ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত রংপুর অঞ্চলে মাঠপর্যায়ে সংরক্ষিত ইভিএম সেটের কিউসি (কোয়ালিটি কন্ট্রোল) অনুষ্ঠিত হয়। কিউসি প্রতিবেদন অনুযায়ী, রংপুর অঞ্চলে সংরক্ষিত মোট ইভিএম সেট ১০ হাজার ৭৫৯টি। ৪ হাজার ৭১২টি কিউসিতে উত্তীর্ণ। বাকি ৬ হাজার ৩৫টিকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। আর ১ হাজার ১২৩টির বিভিন্ন যন্ত্রাংশ হারিয়ে গেছে।’

৭ নভেম্বর ত্রুটিযুক্ত ইভিএম সেট মেরামতের জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিতে (বিএমটিএফ) পাঠানো হলে, তারা মাত্র ১ হাজার ৯৫৭টি মেশিন গ্রহণ করে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘মেশিনগুলো পাওয়ার পর বিএমটিএফ তাদের মত জানায়। তারা বলে, মেশিনের অধিকাংশ প্যাকেট উইপোকায় খাওয়া। প্যাকেটের ভেতর ইভিএমের কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ব্যাটারি, মনিটর, ইউপিএস প্রভৃতি মারাত্মকভাবে উইপোকায় আক্রান্ত অবস্থায় পাওয়া গেছে। অতি স্পর্শকাতর এসব যন্ত্রাংশ অযত্নে সংরক্ষণ করায় অধিকাংশই অকেজো হয়ে গেছে। দীর্ঘদিন অযতেœ মজুদ রাখার পর যন্ত্রগুলো বিএমটিএফে পাঠানো হয়েছে।’

রক্ষণাবেক্ষণে অবহেলার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে প্রতিবেদনে বলা হয়, ‘মেশিন হারানোর কারণ উদঘাটন, ক্ষতি নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণের জন্য দৃষ্টিগ্রাহ্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

প্রতিবেদনে সারা দেশে সংরক্ষিত ইভিএম সঠিকভাবে সংরক্ষণের জন্য নির্দেশনা দেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানান প্রকল্প পরিচালক। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো বিষয়েই এ সরকার যতœবান নয়। জনগণের কোটি কোটি টাকা খরচ করে এ যন্ত্র ও যন্ত্রাংশ কেনা হয়েছে। শুধু অযতœ আর অবহেলার কারণে এসব যন্ত্র ও যন্ত্রাংশ নষ্ট হচ্ছে।’

২০১০ সালে এটিএম শামসুল হুদার নির্বাচন কমিশন দেশের ভোট-ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে ইভিএমের সূচনা করে। তখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ভোটযন্ত্র তৈরি করিয়ে নেওয়া হয়েছিল। কয়েক বছর ভালো ফল পাওয়া গেলেও ২০১৫ সালের রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের সময় একটি মেশিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সেই মেশিনটি আর সারাতে পারেনি কমিশন। এমনকি ত্রুটির কারণও উদ্ধার করতে পারেনি। কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন ২০১৬ সালে বুয়েটের তৈরি মেশিনগুলো পরিত্যক্ত ঘোষণা করে নষ্ট করে ফেলে। একই সঙ্গে নতুন ও উন্নতমানের ইভিএম তৈরির নীতিগত সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের আলোকে কেএম নুরুল হুদার কমিশন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে উন্নতমানের ইভিএম তৈরি করিয়ে নেয়। নতুন ইভিএম দিয়ে ২০১৭ সালের ডিসেম্বরে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ভোট নিয়ে সফল হয় কমিশন।

এরপর একাদশ জাতীয় সংসদ নির্বাচন (ছয়টি আসনে) ও অন্যান্য উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করে গত নির্বাচন কমিশন। এখন কাজী হাবিবুল আউয়ালের কমিশন ইভিএমের ব্যবহার বাড়াতে চায়। তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য আরও দুই লাখ নতুন মেশিন আনার প্রস্তাব দিয়েছে, যা একনেক বৈঠকে ওঠার জন্য অপেক্ষমাণ। গত নির্বাচনে দেড় লাখ ইভিএম কেনা হয়েছিল। ১০ বছরের ওয়ারেন্টি রয়েছে এসব ইভিএমের। কিন্তু চার বছরের মধ্যেই যন্ত্রগুলো নষ্ট হতে বসেছে।