শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চিংড়ি দিয়ে বানিয়ে ফেলুন মুইঠা

news-image

চিংড়ির মালাইকারি কিংবা ঝাল তো প্রায়ই খান, চিংড়ি মাছের মুইঠা খেয়েছেন কখনও? সাধারণত চিতলের মুইঠা নামটার সঙ্গে আমরা বেশি পরিচিত! কিন্তু এই মাছে এত কাঁটা থাকার কারণে বাড়িতে এ পদ বানানো বেশ ঝক্কির কাজ। তাই চিতল নয়, এ বার চিংড়ি দিয়েই বানিয়ে ফেলুন মুইঠা। রইল রেসিপি।

উপকরণ

মুইঠার জন্য

চিংড়ি মাছ: ৫০০ গ্রাম

আলু সেদ্ধ: ১৫০ গ্রাম

ধনেপাতা কুচি: ২ চামচ

রসুন বাটা: ১ চামচ

মরিচ গুঁড়া: আধ চামচ

হলুদ গুঁড়া: আধ চামচ

লেবুর রস: ১ চামচ

কাঁচামরিচ বাটা: ১ চামচ

লবন: স্বাদমতো

গ্রেভির জন্য

পেঁয়াজ কুচি: ১ কাপ

রসুন: ৬-৭ কোয়া

আদা টুকরো: আধ ইঞ্চি

কাজু: ৮-১০টি

টম্যাটো: ১টি

গোটা গরমমশলা: পরিমাণমতো

তেজপাতা: ১টি

মরিচ গুঁড়া: ১ চামচ

হলুদ গুঁড়া: আধ চামচ

ধনে গুঁড়া: ১ চামচ

নারকেলের দুধ: ১ কাপ

লবন ও চিনি: স্বাদমতো

সর্ষার তেল: ৫ চামচ

প্রণালী

চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। খেয়াল রাখবেন, যেন পানি না থাকে। এ বার মাছগুলি বেটে নিন। একটি পাত্রে মাছের মিশ্রণের সঙ্গে একে একে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লেবুর রস, কাঁচামরিচ বাটা ও লবন মিশিয়ে নিন। এ বার একটি প্যানে সামান্য তেল নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন, আদা টুকরো, কাজু ও টমেটো দিয়ে ভাল করে ভেজে নিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে বেটে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে সব রকম গুঁড়া মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলে ছেড়ে দিন। মিনিট পাঁচেক ঢাকা দিয়ে ফুটতে দিন। গ্যাসের আঁচ বন্ধ করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মুইঠা।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন