শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপরিবর্তিত একাদশ নিয়ে দুই ফাইনালিস্ট

news-image

অনলাইন ডেস্ক : টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড। একদল ইতিহাসের পুনারাবৃত্তি ঘটাতে উদগ্রীব, আরেক দল মুখিয়ে আছে তিরিশ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নিতে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির শঙ্কা নিয়েই বেলা ২টায় শিরোপার লড়াইয়ে বাবর আজমদের বিপক্ষে খেলতে নামছেন জস বাটলাররা।

শিরোপা নির্ধারণী ম্যাচে সেমিফাইনালে খেলা একাদশ নিয়েই খেলতে নেমেছে দুই দল। প্রত্যাশিত সাফল্য পাওয়া একাদশের ওপর আস্থা ফাইনালেও রেখেছে দুই দল।

পাকিস্তান

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড

জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, 8 স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ।