শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়িয়েছে দেশের মানুষ

news-image

ফরিদপুর প্রতিনিধি : পরিবহন ধর্মঘট ও পথে পথে পুলিশি তল্লাশিসহ বিভিন্ন বাধা পেরিয়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালের মতো ফরিদপুরেও বড় সমাবেশ করেছে রাজপথের বিরোধী দল বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার ফরিদপুর শহরতলির কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠে হওয়া এই সমাবেশে দলটির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষের প্রাণের দাবি। গত দুটি নির্বাচনে আপনারা মানুষের সঙ্গে প্রবঞ্চনা করে, মিথ্যা কথা বলে, ভুল বুঝিয়ে নির্বাচন নির্বাচন খেলা করে ক্ষমতায় চলে গেছেন। এবার আমরা ঘুরে দাঁড়িয়েছি, মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার দেশে আর কোনো নির্বাচন হবে না, যতক্ষণ না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে।’

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেছেন তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, ‘তারেক জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার কেমন হবে তা আগামীতে সমাবেশের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দেবেন।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনার পদত্যাগ, আমরা চাই এই সংসদকে বিলুপ্ত করতে হবে, আমরা চাই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। সেই নির্বাচন কমিশন নতুন নির্বাচন করবে, নতুন পার্লামেন্ট করবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সেই নির্বাচনে আমরা জয়ী হলে একটা জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকার গঠন করে আমরা রাষ্ট্রের মেরামত করতে চাই। আগামীতে রাষ্ট্রনায়ক হবেন তারেক জিয়া।’

বর্তমান সরকারের মেয়াদকালে এক যুগে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশটাকে ধ্বংস করে দিয়েছে। রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে।’

বিকেল ৪টা ২৮ মিনিটে শুরু করে প্রায় আধা ঘণ্টা বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এটা ভূতের মুখে রাম নাম। প্রশ্ন করি, আপনাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা কী? আপনাদের গণতন্ত্র মানে কি এই যে অন্য কাউকে কিছু বলতে দেব না?’

আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা মনে করে এ দেশ তাদের বাবার দেশ, দেশের আর সকলে চাকরবাকর। কিন্তু এ অবস্থা আর চলবে না, মানুষ ঘুরে দাঁড়িয়েছে। তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’

বেলা আড়াইটায় সমাবেশের প্রধান অতিথি ও অন্য অতিথিরা মঞ্চে উঠলেও মূলত নেতাদের বক্তব্য দেওয়া শুরু হয় বেলা ১১টা থেকেই। এর আগেই সমাবেশের মাঠ কানায় কানায় ভরে যায়। ফরিদপুরের ৯টি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খ- খ- মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা। রংবেরঙের টি-শার্ট-ক্যাপ পরে তারা দলের নেতাদের ছবিসংবলিত প্ল্যাকার্ড-ফেস্টুন বহন করেন।

পথে পথে বাধা পেরিয়ে মুখর সমাবেশস্থল : গত শুক্রবার সকাল থেকে শুরু হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও অনুসারী দলটির সমাবেশে যোগ দেন। গণসমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। ফরিদপুরসহ আশপাশের জেলা থেকে আসা নেতাকর্মীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল আব্দুল আজিজ ইনস্টিটিউট মাঠ। খণ্ড খণ্ড মিছিলে মুখরিত হয়ে ওঠে মাঠ ও সংলগ্ন এলাকা। অবশ্য এই সমাবেশের তিন দিন আগে থেকেই ওই মাঠে আসতে শুরু করেছিলেন বিএনপির নেতাকর্মীরা। গত শুক্রবার রাতেই তাদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায় মাঠটি।

বিএনপির এই বিভাগীয় গণসমাবেশের আগের দিন শুক্রবার সকাল থেকে ফরিদপুরে পরিবহন ধর্মঘট শুরু হয়। ফলে ফরিদপুরের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও চরম ভোগান্তিতে পড়তে হয়। বিএনপি নেতাতের অভিযোগ, তাদের সমাবেশ বাধাগ্রস্ত করতে সরকারের ইন্ধনে বাস-মিনিবাস ধর্মঘট ডাকা হয়।

এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি গণসমাবেশ হয়েছে। সেসব সমাবেশেও নানাভাবে বাধার মুখে পড়েন সমাবেশমুখী নেতাকর্মী-সমর্থকরা। পরিবহন ধর্মঘট ছাড়াও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। বিএনপির এই গণসমাবেশের আগের দিন শুক্রবার বিকেলে শহরে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে গণমিছিল করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

গতকাল বিএনপির সমাবেশে যাওয়ার পথে শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের তল্লাশির ফলে ভোগান্তিতে পড়ে মানুষ। সকাল থেকে শহরে যান চলাচল ছিল একেবারেই কম। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। হাতে গোনা কিছু ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করলেও পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ করেছেন যাত্রী ও চালকরা।

ইন্টারনেট সেবা বিঘ্নিত : গতকাল সকাল ১০টা থেকে ফরিদপুর জেলায় মোবাইল ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটে বলে দাবি করেছেন অনেকেই। মোবাইল ফোন ব্যবহারকারীরা জানান, সকাল ১০টার পর থেকে তারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি।

বিএনপির ফরিদপুর বিভাগীয় সমাবেশের প্রেস উপকমিটির আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল অভিযোগ করে বলেন, ‘সরকার নানাভাবে আমাদের এই সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। সর্বশেষ তারা জেলার মোবাইল ইন্টারনেটের গতি স্থির করেছে, কিন্তু তাদের অপচেষ্টা সফল হবে না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, ‘দুর্নীতি-দুঃশাসন’, ‘লুটপাট’, মামলা-হামলা, ‘গুম’, ‘হত্যা’, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। তারই অংশ হিসেবে সারা দেশে হচ্ছে দলটির বিভাগীয় সমাবেশ। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে সমাবেশ করেছে দলটি।