শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ইংল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : সেই মেলবোর্ন। আবার বিশ্বকাপ, আরও একটা ফাইনাল। প্রতিপক্ষ একই পাকিস্তান-ইংল্যান্ড। পার্থক্য শুধুই সংস্করণে। শিরোপা নির্ধারণী ম্যাচে বাবর আজমদের বিরানব্বইয়ে ফিরে যাওয়া নাকি ইংলিশরা তিরিশ বছর আগের পরাজয়ের প্রতিশোধ নেবে, সেটা নিয়ে তর্কযুদ্ধ চলমান। তবে তার আগে টসভাগ্যে জিতে গেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

টস জিতে তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। একটু পর ব্যাট করতে নামবে পাকিস্তান। যেহেতু এখনও বৃষ্টির শঙ্কা উড়ে যায়নি, তাই ফিল্ডিংয়ের পথই বেছে নিয়েছেন বাটলার।

টস জয়ের পর কারণ হিসেবে আবহাওয়াকেই এনে তিনি বলেছেন, ‘আবহাওয়া যার কারণে আমরা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছি। বড় মঞ্চের বড় খেলা, ভাল স্নায়ুযুদ্ধ, দলের চারপাশে এবং স্টেডিয়ামে সমর্থকদের চাপ। দুই দলই দারুণ ফর্মে আছে। আশা করি, প্রতিযোগিতাটা হবে দুর্দান্ত।

১৯৯২ সালের বিশ্বকাপে অবশ্য টস ভাগ্যে জিতেছিল পাকিস্তান। সেবার ইমরান খান নিয়েছিলেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। সেই হিসেবে বলতে গেলে এই দুই দলের ফাইনালে টস যার, শিরোপা তার!

টস হারলেও পাকিস্তান অধিনায়ক বাবর আজমে উদগ্রীব ইতিহাসের পুনারাবৃত্তি ঘটাতে, ‘আমরা স্কোর বোর্ডে ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করব। যেন প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যায়। দল যেভাবে খেলছে তা অসাধারণ। ইতিহাসের পুনরাবৃত্তি (১৯৯২ বিশ্বকাপ ফাইনাল) ঘটাতে আমরা আমাদের সেরাটা দেব।’