শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের আটিবাজার সুমন হাউজিং এলাকায় মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইসমাইল হোসেন (২০) ও কাজল আক্তার (১৮)। ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।

প্রতিবেশী ফারুক আহমেদ বলেন, দেড় মাস আগে ইসমাইল ও কাজলের বিয়ে হয়। এরপর থেকে তারা এ বাড়িতেই থাকতেন। আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে পল্লি বিদ্যুতের এসটি লাইন রয়েছে। রাতের বেলা হয়তো ইসলামের ফ্ল্যাট থেকে কোনো কাপড় বাতাসে উড়ে গিয়ে পল্লী বিদ্যুতের তারের উপর পড়ে থাকতে পারে। সেখান থেকে তারা স্টিলের পাইপের মাধ্যমে সেটা নামাতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভবন মালিক সুজন জানান, রাতের বেলা ঘটনাটি ঘটেছে। শুনে আমি সাথে সাথেই ঘটনাস্থলে চলে আসি। দুজনই বোকা। লোকমুখে শুনেছি- তারা নাকি স্টিলের পাইপ দিয়ে এসটি তার থেকে কিছু-একটা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন