শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজকন্যার জন্য সাজানো হচ্ছে নতুন ৯-তলা বাড়ি

news-image

অনলাইন ডেস্ক : গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠছিল ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো। বিয়ের পর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের নতুন ঠিকানাও এটাই হওয়ার কথা ছিল। তবে কিছু কাজ বাকি ছিল। অবশেষে সেই মহল তৈরি। সময়টা এর চেয়ে ভালো যে হতে পারে না, তা বলাই বাহুল্য। কারণ গত ৬ নভেম্বর আলিয়া-রণবীরের ঘর আলো করে এসেছে ছোট্ট এক কন্যা। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া সদ্যোজাতকে নিয়ে খুব উঠবেন এই নতুন বাড়িতেই।

রণলিয়ার ছোট্ট মেয়ে কাপুর পরিবারের খুশির জোয়ার এনেছে। পাশাপাশি বলিউডও উল্লাসে মেতেছে। করণ জোহর তো বলেই দিয়েছেন যে, তার দাদু হওয়ার মতোই আনন্দ হচ্ছে। তবে খুদের দাদি নীতু কাপুরও নতুন অতিথিকে পেয়ে আহ্লাদে গদগদ। পরিবারে তাকে স্বাগত জানানোর জন্য যাবতীয় প্রস্তুতি তিনি শুরু করে দিয়েছেন। কৃষ্ণ রাজ বাংলো সেজে উঠছে নতুন করে। ৯-তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কাপুর। আরো এক তলায় থাকবেন আলিয়া এবং রণবীর। তাদের মেয়ে অবশ্যই তাদের সঙ্গেই থাকবেন। তবে আরো একটি তলা পুরোটাই ধরা আছে সদ্যোজাতের জন্য!

একেই বলে সোনার চামচ মুখে জন্ম। বাড়ির আরো একটি তলায় খুদের ফুপু রিদ্ধিমা এবং তার ছেলে মাঝেমাঝে এসে থাকবেন। অন্য ফ্লোরগুলোর মধ্যে একটিতে হবে রণলিয়ার দপ্তর। যেখানে তারা ছবির চিত্রনাট্য শুনবেন। আর বাকি তলাগুলোতে নানা রকম প্রমোদের ব্যবস্থা থাকবে। জানা গেছে, প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জন্যেও আলাদা করে বাড়ির এক অংশ বরাদ্দ করা আছে।

এই গোটা বছরটাই রণবীর-আলিয়ার জীবন প্রায় বদলে দিয়েছে। বছরের গোড়ার দিকে তাদের দীর্ঘ প্রেম পরিণতি পায়। তার পর তাদের একসঙ্গে অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ বক্স অফিসে বিপুল সাফল্য পায়। তার পরই তাদের কোলে আসে ফুটফুটে রাজকন্যা। মেয়েকে কোলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রণবীরও। আপাতত দু’জনেই সদ্য বাবা-মা হওয়ার স্বাদ নিচ্ছেন। সূত্র : দ্য টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন