শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে বিএনপির গণসমাবেশ আজ

news-image

আল আমিন জুয়েল, বরিশাল : সিলেটে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন পটুয়াখালীর কুয়াকাটার রিপন হাওলাদার। বাড়িতে থাকা মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে সিলেট থেকে রওনা হন বাড়ির পথে। বাসসহ বিভিন্ন যানবাহনে চেপে গতকাল শুক্রবার সকালে পৌঁছান বিএনপির বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে। কিন্তু সেখান থেকে আর কুয়াকাটায় যাওয়ার কোনো বাহন খুঁজে পাচ্ছিলেন না তিনি। বাস বন্ধ থাকায় বিকল্প হিসেবে যে ভাড়ায়চালিত মোটরসাইকেলে যাবেন সে উপায়ও নেই। কারণ পথে পথে পুলিশের তল্লাশি চৌকিতে হয়রানির ভয়ে কোনো মোটরসাইকেলচালকও যেতে রাজি হচ্ছিলেন না।

বাড়িতে যাওয়ার জন্য হন্যে হয়ে যানবাহন খুঁজতে থাকা রিপন হাওলাদারের সঙ্গে বেলা ১১টার দিকে কথা হয় এ প্রতিবেদকের। ক্ষুব্ধ ও হতাশ রিপন বলেন, ‘সরকারি দল আর বিরোধী দল নয়, যারাই আন্দোলনে যাচ্ছে তারাই সাধারণ জনগণকে জিম্মি করছে। এ জিম্মিদশা থেকে কি মুক্তি মিলবে না? রাজনৈতিক দলগুলোর উচিত ভিন্ন কোনো কর্মসূচি দেওয়া।’

রিপন হাওলাদারের মতো একইভাবে পথে পথে দুর্ভোগে পড়েন বিভিন্ন জেলা থেকে বরিশালের গণসমাবেশে অংশ নিতে আসা বিএনপির নেতাকর্মীরা। বরগুনার বুড়িরচর থেকে একটি মালবাহী নৌযানে (কার্গো জাহাজ) করে গতকাল বরিশালে আসেন সেখানকার ৪০০ বিএনপি নেতা, কর্মী ও সমর্থকদের একটি দল। যাদের প্রত্যেকেরই হাতে ছিল চাল, ডাল, আলু ও তেলসহ রান্নার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামের ছোট ছোট বস্তা। প্রথম দেখায় মনে হবে যেন কোনো শরণার্থীর দল। বাড়ি থেকে রওনা হয়ে বরিশাল পর্যন্ত পৌঁছতে পথে পথে বাধার মুখে পড়ার তথ্য জানিয়ে দলটিতে থাকা সজল সিকদার দেশ রূপান্তরকে বলেন, ‘সড়ক ও নৌপথে সব যান বন্ধ করে দেওয়ায় আমরা বাধ্য হয়ে কার্গো জাহাজে এসেছি। বাড়ি থেকে বের হওয়ার পর পথে পথে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাধা দিয়েছে। কিন্তু এসব উপেক্ষা করেই আমরা রওনা হয়েছি। এক দিন আগেই সমাবেশের মাঠে রাত কাটাতে হবে। তাই সঙ্গে রান্নার সরঞ্জাম নিয়ে এসেছি, সবাই মিলে মাঠেই রান্না করে খাব।’

আজ শনিবার বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। আর এ কর্মসূচিকে সামনে রেখে অঘোষিত পরিবহন ধর্মঘটের বিষয়টি বুঝতে পেরে বরিশালের ছয় জেলা ও ৪২ উপজেলা থেকে আগেভাগেই বিএনপির হাজারো নেতাকর্মী এভাবেই নগরীতে অবস্থান নিয়েছেন। গত বৃহস্পতিবার থেকে সমাবেশস্থলে আসা শুরু করেন দলটির নেতাকর্মীরা।

বিএনপির কর্মসূচি সামনে রেখে গতকাল থেকে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় নগরজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক পথে বাস, থ্রি-হুইলার ও মাইক্রোবাস, অন্যদিকে নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়ায় সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরিশাল। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না যানবাহন।

গতকাল নগরীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, কোনো বাস চলছে না। মহাসড়কে অন্য কোনো যানবাহনও নেই। সড়কগুলো একদম ফাঁকা। শুধু কিছু ভ্যান ও রিকশা চলাচল করছে। অনেক যাত্রী ভ্যান ও রিকশায় গন্তব্যে যাচ্ছেন। তবে রিকশা ও ভ্যানের ভাড়া স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ নেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়ে অনেকে হেঁটেই গন্তব্যে ছুটছেন।

এদিকে বৃহস্পতিবার ভোলা-বরিশাল রুটে বন্ধ করার পর গতকাল সকাল থেকে বরিশাল জেলার অভ্যন্তরীণ সাত রুটেও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বরিশাল-ঢাকা নৌরুটে চলাচলকারী বিলাসবহুল চারটি লঞ্চ। একইভাবে ঢাকার সদরঘাট থেকে বরিশালগামী লঞ্চ না ছাড়ার নির্দেশনা রয়েছে। তবে এ বিষয়ে লঞ্চ মালিক সমিতির নেতারা কোনো কথা বলতে চাননি।

বরিশাল নগরীর সঙ্গে যুক্ত একাধিক খেয়াঘাট থেকেও পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ খেয়াঘাট হচ্ছে চরকাউয়া। গতকাল সকালে সেখানে দেখা যায়, সব খেয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এ ঘাটে কথা বলার মতোও কাউকে পাওয়া যায়নি। খেয়া নৌকার মাঝিরা বলেন, এক আওয়ামী লীগ নেতার আত্মীয়ের বিয়ে থাকায় শুধু তাদের স্বজনদেরই পার করা হচ্ছে। সাধারণ মানুষ পারাপারের কোনো নির্দেশ নেই।

সব মিলিয়ে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অবর্ণনীয় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে হাসপাতালগামী মানুষদের চরম দুর্ভোগে পড়তে দেখা গেছে।

লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, কবির হোসেন নামে এক ব্যক্তি ঘোরাঘুরি করছেন। কোথায় যাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘মেহেন্দীগঞ্জ যাব। কিন্তু লঞ্চ চলছে না। সবাই জানে যাত্রীরা কী কারণে লঞ্চঘাট এলাকায় ঘুরছেন এবং লঞ্চগুলো কী কারণে বন্ধ রাখা হয়েছে। কিন্তু কেউ কোনো কথা বলছে না। এমনকি কখন ছাড়বে তারও উত্তর মিলছে না। আর লঞ্চ ছাড়া মেহেন্দীগঞ্জ যাওয়ারও সুযোগ নেই। বরিশাল শহরে আমার আত্মীয় আছে বলে আমি রাতে সেখানে থাকতে পারব। কিন্তু যাদের কেউ নেই, পকেটে টাকাও নেই, তারা কী করবেন বলতে পারেন? এ প্রতিহিংসার রাজনীতি কবে শেষ হবে?’

গতকাল শহরকেন্দ্রিক খেয়া পারাপার বন্ধ করার পাশাপাশি নগরের প্রবেশপথগুলোয় ব্যক্তিগত গাড়ির কাগজপত্র পরীক্ষা করে পুলিশ। জানতে চাওয়া হচ্ছিল গন্তব্যস্থল। এ ব্যাপারে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভুঞা বলেন, ‘আমরা আমাদের নিয়মিত কাজ করছি।’

বাধা পেরিয়ে সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীরা : নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির সমাবেশস্থলে বৃহস্পতিবার রাত থেকেই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী, সমর্থকরা আসতে শুরু করেন। গতকালও তা অব্যাহত ছিল। কেউ মাইক্রোবাসে, কেউ ছোট ট্রাকে, আবার কেউবা মালবাহী জাহাজে করে আসছেন উদ্যানে। সঙ্গে খাবার, বিছানাপত্র, পানি। সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আগেই তারা অবস্থান নিয়েছেন সমাবেশস্থলে। তাদের খাবারের জন্য রান্না হয় উদ্যানের সমাবেশ মঞ্চের পাশেই।

ভোলার চরফ্যাশন থেকে সকালে সমাবেশে যোগ দিতে আসা মাসুদ বলেন, ‘আমরা ৭০-৮০ জন এসেছি। ভোলা থেকে লঞ্চ, স্পিডবোট বন্ধ করে দেওয়া হয়েছে। পরে একটি ট্রলার ভাড়া করে এসেছি। বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা জীবনবাজি রেখে সমাবেশে আসছে।’

নগরীর আবাসিক হোটেলগুলোতে পুলিশের অভিযানসহ নানা হয়রানি থেকে বাঁচতে দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা সমাবেশস্থলেই রাত যাপন করছেন বলে জানান মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান। তিনি বলেন, ‘সমাবেশ ঠেকাতে সব ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছে সরকার। তবে তাদের কোনো উদ্যোগই সফল হবে না। জনগণের জন্য আন্দোলনে সব বাধা অতিক্রম করে আগেভাগেই সমাবেশস্থলে হাজির হচ্ছেন নেতাকর্মীরা।’

মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ বলেন, ‘সরকার আমাদের যত বাধা দেবে, আমরা তত উজ্জীবিত হব। এ সমাবেশ দিয়ে আমরা সরকারকে দেখিয়ে দেব বরিশাল বিএনপির ঘাঁটি।’

সমাবেশের মাঠে জুমার নামাজ আদায় : গণসমাবেশে মাঠেই গতকাল জুমার নামাজ আদায় করেছেন বিএনপির নেতাকর্মীরা। দুই ভাগে ভাগ হয়ে শত শত নেতাকর্মী নামাজ আদায় করেন। মাঠেই নামাজ আদায় করতে পেরে খুশি তারা। কর্মীদের সঙ্গে কেন্দ্রীয়, স্থানীয় ও বরিশালের বিভিন্ন জেলা-উপজেলার নেতারা নামাজ আদায় করেন। এ সময় তারা গণসমাবেশ সফল করতে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন।

সমাবেশে নামাজ আদায় করা বরগুনা থেকে আসা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সরকার যদি বাস, লঞ্চ বন্ধ করে না দিত তাহলে আমাদের আজ (গতকাল শুক্রবার) মাঠে নামাজ আদায় করতে হতো না। আমরা বাড়িতে নামাজ আদায় করে শনিবারই সভাস্থলে আসতে পারতাম।’

ভোলার হাজারো বিএনপি কর্মী বরিশালে : লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ভোলার হাজারো বিএনপি নেতাকর্মী বিকল্প বাহনে বরিশাল পৌঁছান। গতকাল বিকেল পর্যন্ত ভোলার বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী বরিশাল পৌঁছতে পেরেছেন বলে ভোলা জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। ভোলা জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘সরকার যতই ষড়যন্ত্র করুক, আমরা তা উপেক্ষা করে সমাবেশ সফল করতে বরিশাল এসেছি। বিএনপি নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে ছোট নৌকা, ট্রলার ও স্পিডবোট নিয়ে এসে পৌঁছেছে।’

এদিকে কোনো লঞ্চ ও স্পিডবোট না চলায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বরিশাল যেতে স্পিডবোটের অপেক্ষায় বসে থাকা এক যাত্রী বলেন, ‘ব্যবসায়িক কাজে সকালে বরিশাল যাওয়ার জন্য ভেদুরিয়া লঞ্চঘাটে আসি। এসে জানতে পারি ভোলায় কোনো লঞ্চ যাচ্ছে না, আবার সেখান থেকেও কোনো লঞ্চ আসেনি। এরপর স্পিডবোট ঘাটে গিয়ে দেখি তাও চলছে না।’

ঝালকাঠি থেকে পায়ে হেঁটে, সাইকেল, ট্রলারে সমাবেশস্থলে : বরিশালের সমাবেশে যোগ দিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঝালকাঠি ছেড়েছেন। গত তিন দিন ধরে জেলা সদরসহ চার উপজেলা থেকে বিএনপির প্রায় ১৫ হাজার নেতাকর্মী বরিশালের সমাবেশস্থলে পৌঁছেছেন বলে দলটির নেতারা জানিয়েছেন। তারা বলেন, আজ শনিবার ভোরের মধ্যে আরও কমপক্ষে ১০ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে পৌঁছবে।

ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, ‘বরিশালের পাশর্^বর্তী হওয়ায় ঝালকাঠি থেকে বিএনপির অন্তত ২৫ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। বিশেষ করে ঝালকাঠি জেলা সদর ও নলছিটি উপজেলা সদর সমাবেশস্থল থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে হওয়ায় এ দুই উপজেলা থেকে বিএনপির প্রায় ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। পরিবহন ধর্মঘট দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করেও নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি।’

বরিশালে মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতারা : গণসমাবেশে অংশ নিতে সমাবেশের এক দিন আগেই বরিশালে এসে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। গতকাল সন্ধ্যায় তারা বিমানে করে বরিশালে এসে পৌঁছান। সমাবেশস্থলের পাশেই নগরীর বান্দ রোডের গ্র্যান্ড পার্ক হোটেলে ওঠেন তারা। মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মঈন খান ও আমীর খসরু মাহমুদ। তাদের মোটরসাইকেলের বহর নিয়ে বরিশাল নগরীতে নিয়ে আসা হয়। এ ছাড়া সমাবেশ উপলক্ষে আগে থেকেই বরিশালে অবস্থান করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন, ডা. এজেডএম জাহিদ হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

ছাত্রলীগের মহড়ায় উত্তাপ : গতকাল সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশালে পৌঁছালে তাকে নেতাকর্মীরা মোটরসাইকেল বহরে করে নগরের হোটেল গ্র্যান্ড পার্কে নিয়ে আসে। মির্জা ফখরুল বিমান থেকে নামার পর তাকে নিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে শহরে প্রবেশ করেন তারা। একই সময়ে শহরের বিভিন্ন ওয়ার্ডে মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া নগরীতে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয় ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের নেতৃত্বে মহড়াটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রদল, ছাত্রলীগ ও বিএনপি নেতাদের এমন অবস্থানে থমথমে পরিস্থিতি বিরাজ করে নগরজুড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা একাধিক দলে ভাগ হয়ে সামনে মোটরসাইকেল বহর এবং পেছনে মিছিল নিয়ে মহড়া শুরু করেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ‘হইহই রইরই বিএনপি গেলি কই’, ‘বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার-সাবধান’, ‘জামায়াত-শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’ এ রকম নানা স্লোগান দিতে থাকেন। মিছিলটি নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন নগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে এবং বিএনপির সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যানের কাছে বরিশাল জিলা স্কুল মোড়েও যায়।

পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা : পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য মো. শাহজাহান খানসহ তিনজন আহত হয়েছেন। আহত অপর দুজন হলেন বিএনপি কর্মী ইসাহাক মিয়া ও মো. শাহ আলম। হামলাকারীরা তিনটি মোটরসাইকেলও ভাঙচুর করেন। গতকাল সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়কে এ ঘটনা ঘটে। হামলার শিকার বিএনপি নেতাকর্মীরা মোটরসাইকেলযোগে বরিশালের গণসমাবেশে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী জেলা বিএনপির অর্ধশত নেতাকর্মী মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে বরিশালের উদ্দেশে রওনা দেন। মোটরসাইকেল বহরটি গাবুয়া বাসস্ট্যান্ড অতিক্রমের সময় ক্ষমতাসীন দলের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করে।

ধর্মঘটের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি : ধর্মঘটের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড ও শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। গতকাল এক যুক্ত বিবৃতিতে পরিষদের বরিশাল জেলা শাখার সংগঠক দুলাল মল্লিক ও মানিক হাওলাদার বরিশালে গতকাল ও আজ শনিবার ব্যাটারিচালিত তিন চাকার যানের ধর্মঘটের নামে শ্রমিক হয়রানি বন্ধের দাবি জানান।

তারা বলেন, ১০ বছরের আন্দোলনে মালিক সমিতি বা তথাকথিত কল্যাণ সংগঠনকে খুঁজে পাওয়া যায়নি। ৪ ও ৫ নভেম্বরের ধর্মঘট শ্রমিকের স্বার্থে ডাকা হয়নি, রাজনৈতিক উদ্দেশ্যে ডাকা হয়েছে।

* প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ভোলা ও ঝালকাঠি প্রতিনিধি

 

এ জাতীয় আরও খবর