বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘গান’ অ্যাপে অবমুক্ত ওয়ারফেজের নতুন গান ‘মায়া’

news-image

অনলাইন ডেস্ক : বহুদিন পর ওয়ারফেজের নতুন গান। নতুন গান মানেই একটা অন্যরকম উন্মাদনা, অন্যরকম আকাঙ্ক্ষা। আর সেটা যদি ওয়ারফেজের হয়, তাহলে তো কথাই নেই।

গত ৩১ অক্টোবর অবমুক্ত হলো ওয়ারফেজের নতুন গান ‘মায়া’। আনকোরা এই গানটি অবমুক্ত হয়েছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘গান’-এ। গানটির কথা ও সুর করেছেন ওয়ারফেজের বর্তমান ভোকাল পলাশ নূর। সংগীত আয়োজন করেছেন মনিরুল ইসলাম টিপু, ইবরাহিম আহমেদ কমল এবং সামির হাফিজ। আর গানটি প্রযোজনা করেছেন মনিরুল ইসলাম টিপু এবং সামির হাফিজ।

গানটি প্রসঙ্গে ওয়ারফেজ ব্যান্ড লিডার ও ড্রামার মনিরুল ইসলাম টিপু দেশ রূপান্তরকে বলেন, অনেকদিন পর গানে ফিরল ওয়ারফেজ। ওয়ারফেজের গান যেমন হয়- এটিও তেমনই। আমরা সব সময়ই শ্রোতাদের কথা মাথায় রেখে গান করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করি শ্রোতারা গানটিকে ভালোভাবে নেবে। এর মধ্যেই আমাদের পরবর্তী শোগুলোতে এই গানটি শোনার আগ্রহ প্রকাশ করছেন আমাদের অনুরাগী ও শ্রোতারা।

নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি অবমুক্ত হলো, এখন তো অর্থের বিনিময়ে গান শুনতে হবে। এ ধরনের স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ কেমন হতে পারে জানতে চাইলে টিপু বলেন, পয়সা দিয়ে গান শোনার ব্যাপারে এ দেশের মানুষের কখনোই সামান্য কুণ্ঠাবোধ ছিল না। এখনো নেই বলেই আশা করি। আমরা একসময় অডিও ক্যাসেট ও পরে সিডি কিনে গান শুনেছি। মাঝখানে কিছুদিন সরাসরি অর্থের বিনিময়ে গান শোনাটা বন্ধ ছিল। এখন সেটা আবার ধীরে ধীলে চালু হচ্ছে। আমরা একের পর এক টিকেট কনসার্ট করছি। আমাদের শো হাউজফুল হচ্ছে। আশা করি, মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে টাকা দিয়ে গান শোনাটা একসময় এ দেশের মানুষের অভ্যাস হয়ে যাবে। আর একটা কথা- একটা গান তৈরি করতে এত শ্রম, মেধা ও অর্থ খরচ, সে গানটা আপনি কেন বিনাপয়সায় শুনবেন! খুব শিগগিরই মানুষ এভাবে গান শুনেই অভ্যস্ত হবে।

সব শেষে তিনি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গান শোনা আরো সহজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পোষ্য কোটা ইস্যুতে উত্তাল জাবি

তারেক রহমান-সালামের রাষ্ট্রদ্রোহ মামলা বাতিলের রায় প্রকাশ

মূল্যস্ফীতি কমাতে আরও ৩ মাস সময় চাইলেন অর্থ উপদেষ্টা

দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান: মাহমুদুর রহমান মান্না

আগামী বছর টঙ্গীতে ইজতেমা না করার শর্তে এবার অনুমতি পেলেন সাদপন্থীরা

চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল

পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

কয়েকদিন ধরে ধর্ষণ আর হত্যার হুমকি পাচ্ছি: সাফজয়ী সুমাইয়া

স্বাস্থ্য খাত সংস্কারে ৩ প্রস্তাব বিএনপির

ছাত্রলীগের বিচারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

নতুন ভোটার প্রায় ৫০ লাখ, মৃত ভোটার ১৫ লাখ