শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোকেনে আসক্ত ছিলেন, জানালেন ওয়াসিম আকরাম

news-image

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে নিষিদ্ধ মাদকদ্রব্য কোকেনে আসক্ত হয়ে পড়েছিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক অধিনায়ক তার আসছে আত্মজীবনী ‘সুলতান: অ্যা মেমোই’রে এমনই বোমা ফাটালেন।

পাকিস্তান জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি ওয়াসিম আকরাম ১৮ বছরের দুর্দান্ত ক্যারিয়ার শেষে ২০০৩ সালে অবসর নেন। তবে অবসরের পর কোচিং ও ধারাভাষ্যকার হিসেবেও খ্যাতি কুড়ান।

তবে এ তারকা জানান, খেলা ছাড়ার পর কোকেনে আসক্ত হয়ে পড়েন। তবে ২০০৯ সালে প্রথম স্ত্রী হুমার মৃত্যুর পর সব ছেড়ে দেন তিনি।

দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারের সময় নিজের আত্মজীবনী কিছু অংশ খোলামেলাভাবে আলোচনা করেন সুইং অব সুলতান খ্যাত তারকা আকরাম।

ওয়াসিম আকরাম বলেন, ‘নিজেকে উশৃঙ্খল করে নিয়েছিলাম। পার্টি করতে খুব পছন্দ করতাম। কোনোভাবেই নিজেকে সংযত রাখতে পারতাম না। দক্ষিণ এশিয়ায় মাদক–সংস্কৃতি মানুষকে গ্রাস করে, বিপথে চালনা করে ও দুর্নীতিপরায়ণ করে তোলে। চাইলে এক রাতে দশটি পার্টি করা যায়। আমার ওপর সবকিছুর প্রভাব পড়েছিল। জীবনকে কলঙ্কিত করে তুলেছিল।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে বাজে ব্যাপার হলো, আমি পুরোপুরি কোকেননির্ভর হয়ে পড়ি। আমি এর কাছে নিরুপায় হয়ে পড়ি। ইংল্যান্ডে থাকতে পার্টি করার জন্য লাইন ধরতাম। কোকেনের ব্যবহার যতই বাড়ত, ততই মনে হতো, ফুর্তি করার সময় হয়ে এসেছে।’

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন