শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৫

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে পাঁচ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা। এরা মূলত জসিম উদ্দিন হত্যাকাণ্ডে এজাহার নামীয় আসামি বলে জানা গেছে। গ্রেপ্তারদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে মো. একরাম উল্লাহ (৩০), একই ক্যাম্পের বাসিন্দা মৃত আনু মিয়ার ছেলে মো. শাকের (৩৮), কালা হোসেন এর ছেলে মোহাম্মদ জাবের (২৩), শেখ আহম্মদের ছেলে নুরুল আমিন (২৭), হামিদ হোসেনের ছেলে আমির হোসেন (১৯)।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত পৌনে বারোটার দিকে উখিয়া ক্যাম্প ৯ ও ১০ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।

তিনি বলেন, ২৬ অক্টোবর রোহিঙ্গা দুষ্কৃতকারীদের হাতে ক্যাম্প ১০ এর বাসিন্দা জসিম হত্যাকাণ্ডের ঘটনায় তার মা বাদী হয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তার অভিযোগের সূত্রধরে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।