শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানকে ১ রানে হারাল জিম্বাবুয়ে

news-image

ক্রীড়া ডেস্ক : ভারতের কাছে হারের পর পাকিস্তানের কাছে ম্যাচটি ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই বেঁজে যাবে বিদায়ের ঘণ্টা। এমন সমীকরণের ম্যাচেই কিনা জিম্বাবুয়ের কাছে হেরে গেলে তারা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি সিকান্দার রাজারা জিতে নিয়েছেন ১ রানে।

জিম্বাবুয়ের দেওয়া ১৩১ রানে লক্ষ্য ছুঁতে গিয়ে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। জিম্বাবুয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লেতে ২৮ রানের বেশি নিতে পারেনি তারা। সঙ্গে হারাতে হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ‍উইকেট। তাতেই চাপে পড়ে দলটি। সেই চাপ শেষ পর্যন্ত বয়ে বেড়াতে হয়েছে পাকিস্তানকে।

মাঝে শান মাহমুদ টেনে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ অবধি লড়াই জারি রাখতে পারেননি। এক পর্যায়ে শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১১ রান। ইনফর্ম মোহাম্মদ নওয়াজ এবং মোহাম্মদ ওয়াসিম। বোলার ব্রাড ইভান্স। প্রথম দুই বলেই ৭ রান নিয়ে নেন তারা দুজন। ৪ বলে প্রয়োজন ৪ রান। তৃতীয় বলে নেয় ১ রান। মোহাম্মদ নওয়াজ উইকেটে থাকার পরও চতুর্থ বলটি হলো পট। ২ বলে প্রয়োজন ৩ রান। পঞ্চম বলটিতে আউট হয়ে গেলেন নওয়াজ। মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ১ বলে প্রয়োজন ৩ রান।

শেষ বলে শাহিন শাহ আফ্রিদি বাউন্ডারি মারতে পারলেন না। সোজা ব্যাটে খেললেন। ১ রান করার পর দ্বিতীয় রান করতে গিয়েই রানআউট হয়ে গেলেন শাহিন। ১ রানে জয় পেলো জিম্বাবুয়ে।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন শান মাসুদ। ৩৮ বল স্থায়ী তার ইনিংসটি সাজানো ছিল তিনটি চারে। জিম্বাবুয়ের হয়ে এদিন ব্যাট হাতে অবদান রাখতে পারেননি সিকান্দার রাজা। তবে বল হাতে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্কোর বড় করতে পারেনি তারা। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান। সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস, ১০ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১৯ রান করেন ব্রাড ইভান্স।

পাকিস্তানের হয়ে ২৫ রান দিয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেছেন মোহাম্মদ ওয়াসিম। এছাড়া শাদাব খান ২৩ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। ১২ রান খরচায় একটি মেইডেনসহ এক উইকেট লাভ করেন হারিস রউফ।