বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় কাচ্চি বিরিয়ানি খেলেন ব্রুনাইয়ের সুলতান

news-image

নিজস্ব প্রতিবেদক : তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদ্দৌলাহ। খাসির মাংস তিনি খুব পছন্দ করেন। তাই এবার ঢাকায় এসে খেয়েছেন পছন্দের খাসির কাচ্চি বিরিয়ানি। আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

ড. মোমেন বলেন,‘খাসির মাংস ব্রুনাই সুলতানের খুব পছন্দ। তিনি যাওয়ার সময় আমরা উপহার হিসেবে কিছু ছাগল দিয়ে দেব। আসার পর থেকেই আমরা তাদের খাসির কাচ্চি খাওয়াচ্ছি। কারণ তারা এটি খুব পছন্দ করেন।’

গতকাল শনিবার দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ব্রুনাইয়ের সলতান। ঢাকা সফরকালে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্রুনাইয়ের সুলতান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন ব্রুনাইয়ের সুলতানের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশে ব্রুনাইয়ের সুলতানের এটাই প্রথম সফর। ঢাকা সফরের প্রথম দিন তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ব্রুনাইয়ের সুলতান।