শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আল আমিনের পুরো শরীরে কালো দাগ, অসংখ্য আঘাতের চিহ্ন!

news-image

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের ধর্মগড় সীমান্তে বাংলাদেশের ভেতর থেকে এক যুবককে তুলে নিয়ে বর্বর নির্যাতনের পর ছেড়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার দুপুরে নির্যাতনের শিকার ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। নির্যাতনের শিকার ওই যুবকের নাম আল আমিন (২২)। তিনি জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মারাধার গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মগড় ইউনিয়নের ২ নম্বর ওর্য়াডের সদস্য মো. আব্দুস মোকিম। তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফের মারধরে আল আমিন নামে এক যুবক আহত হয়েছেন’

রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্মরত চিকিৎসকরা জানান, নির্যাতনের শিকার আল আমিনের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার পুরো শরীরে কালো দাগ পরে গেছে। তার চিকিৎসা চলছে। তবে সুস্থ হতে বেশ সময় লাগবে।

ভুক্তভোগী যুবকের বাবা আব্দুর রহিম বলেন, ‘এই ঘটনাটি ঘটিয়েছে ভারতের শ্রীপুর ক্যাম্পের সদস্যরা। আল আমিনকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবির ধর্মগড় বিওপির সদস্যদের অবগত করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘বেলা দেড়টার দিকে আল আমিনকে মারধর করা শেষে ছেড়ে দেয় বিএসএফ। পরে নদীর পাড় থেকে তাকে উদ্ধার করে এনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।’

স্থানীয়রা জানান, আজ দুপুরে আল আমিনসহ কয়েকজন ধর্মগড় সীমান্তের ৩৭২/৩ নম্বর পিলারের কাছে ঘাস কাটতে যায়। এ সময় ভারতের শ্রীপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আল আমিনকে আটক করে নিয়ে যায়। সেখানে বিএসএফ সদস্যরা বুট দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে খোঁচায় এবং বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহতাব্স্থায় সীমান্তের কাছে ফেলে দিয়ে যায় তাকে। এ সময় স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে ৫০ বিজিবি ব্যাটালিয়নের ধর্মগড় ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জামসেদ উদ্দীন ভূঁইয়া বলেন, ‘বিএসএফের নির্যাতনের বিষয়টি জানতে পেরে ওই এলাকা পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে প্রতিবাদসহ পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন