বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ৬৭ পর্নসাইট নিষিদ্ধ করল ভারত

news-image

অনলাইন ডেস্ক : পর্নোগ্রাফি ঠেকাতে আরও ৬৭টি ওয়েবসাইট নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ভারত সরকার। গত বৃহস্পতিবার দেশটির টেলি যোগাযোগ বিভাগ (ডিওটি) ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের অবিলম্বে ওই সাইটগুলো ব্লক করার নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের আওতায় সাইটগুলো ব্লক করার আদেশ দেওয়া হয়। ডিওটির পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্টদের ইমেইল পাঠানো হয়েছে।

সেই ইমেইলে উল্লেখ করা হয়েছে- আদালতের নির্দেশ মেনেই তারা এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ হওয়া ৬৭টি পর্নসাইটের মধ্যে ৬৩টির বিষয়ে নির্দেশ দিয়েছিল পুনে আদালত। আর বাকি চারটি ওয়েবসাইট ব্লক করা হয়েছে উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে।

ডিওটি জানিয়েছে, নিষিদ্ধ হওয়া ওয়েবসাইটগুলো তথ্য প্রযুক্তি (অন্তর্বর্তী নির্দেশিকা এবং ডিজিটাল মিডিয়া নৈতিকতা বিধি) বিধিমালা, ২০২১-এর ৩(২)(খ) লঙ্ঘন করেছে। এসব সাইটে অশ্লীল উপাদান রয়েছে। নারীদের ভাবমূর্তি কলঙ্কিত করে এমন কন্টেন্ট রয়েছে। অবিলম্বে এসব ওয়েবসাইট বা ইউআরএলগুলো ‘ব্লক’ করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২১ সালের নতুন আইটি বিধি অনুযায়ী, কোনও ব্যক্তির সম্পূর্ণ বা আংশিক নগ্নতা দেখায় বা তাকে কোনও যৌনক্রিয়া বা আচরণে লিপ্ত দেখায়, এমন কন্টেন্ট থাকলে সরকার তা সরিয়ে দিতে বা নিষ্ক্রিয় করতে ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের বাধ্য করতে পারে। ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীরা পর্নসাইটগুলো ব্লক করলে ফোন, ল্যাপটপ, ডেস্কটপসহ কোনও প্ল্যাটফর্ম থেকেই সেগুলো আর খোলা যাবে না।

এর আগে ২০১৮ সালে উত্তরাখণ্ড হাইকোর্টের এক আদেশ আসার পর ভারত সরকার ৮০০টিরও বেশি পর্নসাইট নিষিদ্ধ ঘোষণা করেছিল।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ