শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১২ কোটি ভোটারের ইভিএমে আস্থা আছে: নির্বাচন কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ১২ কোটি ভোটারের পরিপূর্ণ আস্থা বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, ‘যেসব দল ইভিএমের বিরোধিতা করে, তারাও অন্তরে বিশ্বাস করে ইভিএম ভালো। এটি হয়তো রাজনৈতিক কৌশল। এ ছাড়া আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে আমি মনে করি।’

নির্বাচন কমিশনার বলেন, যত জায়গায় নির্বাচন হয়েছে, কোথাও ইভিএম নিয়ে আপত্তি হয়নি। যেখানে ইভিএমে ভোট হবে, সেখানে খুব বেশি ফোর্স (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য) মোতায়েন করতে হবে না। তাই যেখানে ব্যালটে ভোট গ্রহণ করা হবে, সেখানে বেশি ফোর্স মোতায়েন করতে হবে।

 

এ জাতীয় আরও খবর