রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘তারা এখন আমার মেয়েকে সম্মান দিয়ে কথা বলে’

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়ের পাদদেশে ধোবাউড়া উপজেলার কলসিন্দুরসহ আশপাশের কয়েকটি গ্রাম থেকে উঠে আসে একদল কিশোরী ফুটবলার। যাদের শুরুটা হয়েছিল ২০১১ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট দিয়ে। ধোবাউড়ার এক অখ্যাত স্কুল কলসিন্দুর আর তার মেয়েরা দেশের ফুটবলের মানচিত্র বদলে দেওয়া শুরু করেছিলেন এই ফুটবল টুর্নামেন্ট দিয়ে। সেই স্কুলের শিক্ষার্থী সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার, তহুরা, শিউলিরাই আজ দক্ষিণ এশিয়ার মুকুট পড়েছেন।

তাদের জয়ের আনন্দে ভাসছে ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধোবাউড়া উপজেলাজুড়ে যেন আনন্দের হোলিখেলা শুরু হয়েছে। যাদের পায়ের জাদুতে ধুঁকতে থাকা নারী ফুটবল ফিরে পায় আলো। প্রথম দিকে এলাকার কিছু কিছু মানুষ তাদের ভিন্ন চোখে দেখত, তবে এখন আর সে অবস্থা নেই। হাঁটি হাঁটি পা পা করে তারা অনেক সফলতা নিয়ে এসেছে। আর তা দেখে সবার মনেই পরিবর্তন আসতে শুরু করে। বর্তমানে সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ। এরই ধারাবাহিকতায় সাফ জয় শুধু কলসিন্দুর নয়, ময়মনসিংহের প্রতিটি অঞ্চলের জন্যই আনন্দের।

নারী ফুটবল দলের কোনো খেলা থাকলে অধির আগ্রহ নিয়ে টিভির সামনে বসে থাকেন ফুটবল ভক্ত সমর্থকরা। তার ব্যাতিক্রম ঘটেনি সোমবারও। দক্ষিণ এশিয়ার সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলসিন্দুরবাসীর মনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। খেলায় জয় পাওয়ায় কলসিন্দুর তথা ধোবাউড়া উপজেলায় আনন্দের বন্যা বইয়ে যায়।

সাফের ফাইনালে অংশ নেওয়া ওই ১১ জনের মধ্যে ছয়জনই ছিল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এই গ্রামের সানজিদা, মারিয়া মান্দা, শিউলি আজিম, মারজিয়া আক্তার, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র এ ছয় নারী খেলোয়াড় খেলায় অংশ নেওয়ায় আনন্দ ধরে রাখতে পারছে না খেলোয়াড়দের পরিবারের সদস্য ও স্থানীয়রা।

এই জয়ে উচ্ছসিত ফুটবল তারকা সানজিদা আক্তারের বাবা জয়ের আনন্দে কান্নাজড়িক কন্ঠে বলেন, ‘বাবা হিসেবে আমি গর্বিত। আজ আমার আনন্দের শেষ নেই। দেশের মুখ উজ্জ্বল করেছে মেয়েগুলো। এই আনন্দ প্রকাশের ভাষা জানা নেই।’

ফুটবলার মার্জিয়ার বাবা আব্দুল মোতালেব বলেন, ‘আমার মেয়ে যখন ফুটবল খেলত, তখন এলাকাবাসী সবাই বাঁকা চোখে দেখতো। এখন আমার মেয়ের সাফল্যে এলাকার ওই লোকজনই সবচেয়ে বেশি খুশি। তারা এখন আমাকে এবং আমার মেয়েকে সম্মান দিয়ে কথা বলছে।’

ফুটবলার শামসুন্নাহার জুনিয়রের বাবা নেকবর আলী বলেন, ‘আমার মেয়েসহ কলসিন্দুর অন্যান্য নারী ফুটবলররা তাদের যোগত্যা প্রমান দিয়ে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এই জয়ে গ্রামের সবাই আনন্দিত।’

গামারিতলা ইউনিয়নের রিয়াজ উদ্দিন বলেন, ‘আগে বিশ্বাস করি নাই আমাদের মেয়েরা এতো ভাল খেলে দেশের মান উজ্জল করবে। মেয়েদের এই সাফল্যে আমারা ধৌবাউড়াবাসী আনন্দিত। আমরা সবাই উচ্ছাস করছি।’

কলসিন্দুর এসব ফুটবল তারকার স্থানীয় কোচ জুয়েল মিয়া বলেন, ‘কলসিন্দুরের অগ্রযাত্রাকে ধরে রাখতে ক্ষুদে ফুটবলারদের নিয়মিত অনুশীলন চলছে। আজকের এই জয় নতুন প্রজন্মের খেলোয়াড়দের উৎসাহ জোগাবে।’

নারী ফুটবলারদের এ সাফল্যে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও কলসিন্দুর নারী ফুটবল টিমের টিম ম্যানেজার মালা রানী সরকার বলেন, ‘মেয়েদের জয়ে আমরা অনেক অনেক আনন্দিত, এ জয় আমাদের মেয়ে এবং ছেলেদের জন্য আগামী দিনে বিশ্বজয়ের জন্য অনুপ্রেরণা জোগাবে। আমরা আগামীর জন্য খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুটি ফর্মেটেই চেষ্টা অব্যাহত রেখেছি।’

কলসিন্দুর স্কুলের প্রধান শিক্ষক রতন মিয়া বলেন, ‘নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হওয়ায় আমি গর্বিত। আমি আশাকরি আগামীদিনে জয়ের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপ ছিনিয়ে আনবে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আমদের ধোবাউড়ার মেয়েরা ভালো খেলে জিতেছে, এতে আমরা আনন্দিত। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় করসিন্দুর মেয়েদের খোজঁখবর রাখার চেষ্টা করি। এই জয়ের কারনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওদের জন্য কিছুর করার চিন্তা ভাবনা করছি।’

 

এ জাতীয় আরও খবর

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী

ব্যাংকক থেকে কাল দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

গণমাধ্যমকে সব ধরণের কথা বলা রিস্ক: ইসি আলমগীর

রোগীর প্রতি চিকিৎসকের অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

তীব্র গরমে স্কুলের টিউবওয়েলের পানি পান করে অসুস্থ ১৩ শিক্ষক-শিক্ষার্থী

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অঞ্চলভিত্তিক স্কুল বন্ধ হতে পারে

নিউইয়র্কে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল