রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চবি ছাত্রলীগের অবরোধ স্থগিত

news-image

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিত ত্যাগী কর্মীদের মূল্যায়নসহ তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করেছেন আন্দোলনকারীরা।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের আশ্বাসে অবরোধ স্থগিত করেন ছাত্রলীগের ৬ উপ-পক্ষের নেতাকর্মীরা।

মহিবুল হাসান নওফেল অনুসারী বাকি আরেকটি উপগ্রুপ বিজয়ও আন্দোলন থেকে সরে এসেছে।

আজ মঙ্গলবার সকালে অবরোধ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন ছাত্রলীগের উপ-পক্ষ ‘রেড সিগন্যাল’ গ্রুপের নেতা ও ছাত্রলীগের সহসভাপতি রকিবুল হাসান দিনার।

তিনি বলেন, আমাদের নেতা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারণ সম্পাদক ও সাবেক সফল মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন ভাইয়ের নির্দেশে আমাদের চলা অবরোধ কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।

বিজয় গ্রুপের নেতা ও উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র মোদক বলেন, আমরা চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছি। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে ও প্রক্টরিয়াল বডির প্রতি সম্মান রেখে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। প্রথম থেকে কমিটি বর্ধিত হওয়ার দাবি জানিয়ে আসছি আমরা। কেন্দ্রীয় নেতারা দাবি না মানলে পরবর্তী কর্মসূচিতে আমরা যেতে বাধ্য হবো।

এর আগে সোমবার দিবাগত রাত ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

তিন দফা দাবিতে সোমবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করেন ৭টি উপগ্রুপ। অবরোধে বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। শহরে যেতে পারেনি শিক্ষকদের কোনো বাস। এতে কার্যত অচল হয়ে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। স্থগিত করা হয় বিভিন্ন বিভাগের ক্লাস।

অবরোধের কারণে এদিন অন্তত ৯টি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবরোধে অংশ নেওয়া শাখা ছাত্রলীগের বগিভিত্তিক ছয়টি উপগ্রুপ হলো- ভার্সিটি এক্সপ্রেস, বাংলার মুখ, রেড সিগনাল, কনকর্ড, বিজয় এপিটাফ ও উল্কা।

গত ৩১ জুলাই প্রায় ৬ বছর পর চবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর গত ১০ আগস্ট সংবাদ সম্মেলনের মাধ্যমে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর প্রতি অনাস্থা জানান ৯৪ জন পদধারী নেতা। পাশাপাশি আগস্টের পর থেকে আন্দোলনের ঘোষণা দেন তারা।

 

এ জাতীয় আরও খবর

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী