শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে ইলেকট্রিক স্কুটারের শোরুমে আগুনে ৮ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ইলেকট্রিক স্কুটারের শোরুমে অগ্নিকাণ্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। খবর এনডিটিভির

কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার রাতে সেকান্দ্রাবাদে একটি বহুতল ভবনের নিচতলায় আগুন লাগে। আগুন দ্রুত দুই ও তৃতীয় তলার রুবি হোটেলে ছড়িয়ে পড়ে; যেখানে ২৫ জনের মতো অতিথি অবস্থান করছিলেন।

অধিকাংশই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ক্রেনের সাহায্যে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন। স্থানীয়রাও তাদের উদ্ধার কাজে সহায়তা করেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হায়দরাবাদ পুলিশ কমিশনার সি ভি আনন্দ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।

‘ইলেকট্রিক স্কুটার সেখানে রাখা হয়েছিল সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা জানি না অতিরিক্ত চার্জের কারণে নাকি অন্য কোথাও থেকে আগুনের সূত্রপাত।’ রয়টার্সকে জানিয়েছেন ডেপুটি কমিশনার চন্দনা দিপ্তী।

আগুন ছড়িয়ে পড়ার সময় ভবনে পানি ছিটানোর ব্যবস্থা কাজ করছিল না। যা এখন তদন্ত করে দেখা হচ্ছে।

তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলি অগ্নিকাণ্ডের কারণ বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ এবং আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।