শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘এটা সাংবাদিকদের কাজ না, তারা অন্য বিষয় দেখুক’

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে বালুবোঝাই একটি বলগেট ডুবে গেছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় বলগেটে থাকা তিন শ্রমিকের দুজন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও আবুল শিকদার নামের একজন নিখোঁজ রয়েছেন। আবুল মানিকগঞ্জ জেলার গাবনিয়া গ্রামের রহিম সিকদারের ছেলে। বলগেটটি সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে মানিকগঞ্জের যাচ্ছিল।

এ বিষয়ে তথ্য জানার জন্য নৌ-ফাঁড়ির ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন- ‘বলগেট ডুবেছে কি না, সেটা আমরা দেখব। এটা সাংবাদিকদের কাজ না। তারা অন্য বিষয় দেখুক।’

প্রত্যক্ষদর্শী বঙ্গবন্ধু সেতুর আনসার আব্দুর রহমান বলেন, ‘প্রবল স্রোতের কারণে বলগেটটি নিয়ন্ত্রণ হারিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ের ৯ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বলগেটটি সেখানেই ডুবে যায়। তিনজন সাঁতরে পাড়ে এসে জানায়- বলগেটে আরেকজন আছেন। আমরা নৌ-পুলিশকে ফোন দিয়েছিলাম। কিন্তু তারা ফোন ধরে না।’

সাঁতরে পাড়ে আসা খলিলুর রহমান বলেন, ‘আমরা সিরাজগঞ্জ থেকে বালু নিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলাম। নদীতে অতিরিক্ত স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লেগে বলগেটটি ডুবে যায়। আমরা তিনজন সাঁতরে উঠে আসতে পারলেও বাকি একজন বলগেটের মধ্যে আটকা পড়ে।’

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম নৌ-ফাঁড়ির ওসি আতাউর রহমান বলেন, ‘বলগেট ডুবেছে কিনা সেটা আমরা দেখবো। এটা সাংবাদিকদের কাজ না। তারা অন্য বিষয় দেখুক।’