শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপ চ্যাম্পিয়নরা কত টাকা পাবে

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। আজ রোববার যারাই শিরোপা জিতবে তারাই ট্রফির পাশাপাশি মর্যাদাও জিতবে। তবে ফাইনাল শেষে অর্থিক দিক থেকেও লাভবান হবে চ্যাম্পিয়নরা।

২০১৮ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ ও ভারত। তবে ওয়ানডে ফরম্যাটের সেই আসরে প্রাইজমানি খুবই কম ছিল। সেবারও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ফাইনালে শিরোপাজয়ী ভারত ৬০ হাজার ডলার পেয়েছিল, আর রানার্সআপ বাংলাদেশ পেয়েছিল ৩০ হাজার ডলার।

এবারের এশিয়া কাপের প্রাইজমানি বেড়েছে তিন গুণের বেশি। পাকিস্তান ও শ্রীলঙ্কার সামনে এখন বেশ বড় অঙ্ক হাতে তোলার হাতছানি।

চলমান এশিয়া কাপে দুই ফাইনালিস্টের মোট প্রাইজমানি তিন লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮৫ লাখ টাকা)। এর মধ্যে চ্যাম্পিয়ন পাবে ২ লাখ মার্কিন ডলার (প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা)। আর রানার্সআপ দল পাবে ১ লাখ মার্কিন ডলার। শিরোপাজয়ী দল প্রাইজমানির পাশাপাশি পাবে বিভিন্ন ধরনের বোনাস।