শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরুতেই দুই উইকেট হারাল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান আর শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ওভারটি করেন নাসিম শাহ। ওভারের তৃতীয় বলেই কুশল মেন্ডিসের স্টাম্প উড়িয়ে দিলেন পাকিস্তানের ডানহাতি এই পেসার।

কুশল ১৪২ কিলোমিটার গতির বলটি যেন বুঝতেই পারেননি। ডিফেন্ড করার আগেই উড়ে যায় তার অফস্টাম্প। গোল্ডেন ডাকে ফেরেন লঙ্কান ওপেনার।

এরপর হারিস রউফ আক্রমনে এসেই সাফল্য পান। প্যাভিলিয়নের পথ ধারা নিসাঙ্কাকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪.১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২৯ রান। পাথুম নিশাঙ্কা আর ধনঞ্জয়া ডি সিলভা দুজনই অপরাজিত ২ রানে।