শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মঞ্চে শামীম-আইভী, তবুও বললেন না কথা

news-image

নারায়ণগঞ্জ,ও,সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক মঞ্চে বসেছিলেন সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। তবে মঞ্চে বসলেও তাদের কথা বলতে দেখা যায়নি।

আজ শনিবার সোনারগাঁয়ের শেখ রাসেল স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সোনারগাঁ উপজেলায় অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে সভাপতি, আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে সাধারণ সম্পাদক এবং ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত করে তিন সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘আমি শেখ হাসিনার কর্মী। তার কর্মী হয়েই মরতে চাই। ২০০১ সালে বোমা হামলার পর যখন আমি আহত কানে কিছু শুনছিলাম না, তখনও বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান। বোমা হামলা করা হয়েছিল কারণ নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে ৭১-এর রাজাকার গোলাম আযমের প্রবেশ নিষেধ করেছিলাম।’

শামীম ওসমান আরও বলেন, ‘এখন অনেকে পরীক্ষা নেওয়ার কথা বলেন। বিএনপি, জামায়াত আর ওই সুশীলদের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করতে হবে। নেত্রী কি সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে প্রশ্ন তোলা কারো আওয়ামী লীগে থাকার কথা না। এই সোনারগাঁয়ে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে। সেই সব ভুল বোঝাবুঝি বাদ দিয়ে এখানে সবাইকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট গড়ে তুলতে হবে। সামনে আঘাত আসবে। এ আঘাত মোকাবিলা করতে সুশৃঙ্খল দল দরকার। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ সোনারগাঁ গড়ব। প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে কাজ করব।’

নারায়য়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী বলেন, ‘সোনারগাঁয়ের রাজনীতি সবসময়ই অবহেলিত। নারায়ণগঞ্জের ঐতিহ্যের কোনো কমতি নেই। নারায়ণগঞ্জ থেকে জোহা-চুনকার মিছিল না গেলে ঢাকায় মিটিং জমতো না। দুঃসময়ে যারা দলের হাত ধরে তাদের অসম্মান করা, নারায়ণগঞ্জের যত বড় নেতাই হন- আপনি করতে পারবেন না। এই নারায়ণগঞ্জ ছিল আওয়ামী লীগের সুতিকাগার। এই সম্মেলনের মাধ্যমে সব নেতৃবৃন্দ, যারা আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলেন তাদের যাতে কমিটিতে স্থান দেওয়া হয়। যাদের দুঃসময়ে খুঁজে পাওয়া যায়নি তারা যাতে এই কমিটিতে স্থান না পায়।’

মেয়র আইভী আরও বলেন, ‘সোনারগাঁয়ে কি আওয়ামী লীগের ঘাটতি পরেছে যে জাতীয় পার্টির হাতে দায়িত্ব তুলে দিতে হবে? নারায়ণগঞ্জ-৫ আসন নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। সেখানে হয়তো কোনো কারণ ছিল, তবে সোনারগাঁয়ে কেন? জননেত্রী যার হাতে নৌকা তুলে দেবেন, সেই হবে আমাদের নৌকার মাঝি। কিন্তু জাতীয় পার্টিকে এখানে মেনে নেওয়া যাবে না।’

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মো. আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, কার্যকরী পরিষদের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লা হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সানজিদা খানম, শাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও সাঈদ খোকন, বস্ত্র ও পাট মন্ত্রী এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, নারায়নগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ ডা. শিরিন বেগম প্রমুখ।