শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের গোলা বিস্ফোরিত হয়নি, এটা গুড নিউজ : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে ছোড়া গোলা বাংলাদেশে জঙ্গল এলাকায় পড়েছে। সেগুলো বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি গুড নিউজ।

আজ শনিবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে ভিডিও কনফারেন্সে চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয়বার মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবান সীমান্তবর্তী এলাকায় পড়ার প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছে যে, তিনি তার সরকারের সঙ্গে এ নিয়ে আলাপ করবেন এবং এমন দুর্ঘটনা আগামীতে যাতে না ঘটে বিষয়টি তারা দেখবেন। যেগুলো আসছে সেগুলোয় জঙ্গল এলাকায় এবং বিস্ফোরিত হয়নি। এটা গুড নিউজ।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়েছে। দেশটিতে যখন সংঘাত শুরু হয়, তখন সেদেশের নাগরিকরা বাংলাদেশে চলে আসে। এবার দেশটির কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। এ বিষয়ে আমরা বিজিবিকে সতর্ক অবস্থায় রেখেছি।’