রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক রুমি সম্মেলন শুরু

news-image

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে ৩ দিনব্যাপী ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’ শুরু হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন হলে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আল্লামা রুমি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে একটি ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠার জন্য ১০ লাখ টাকার একটি চেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট হস্তান্তর করেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ফারসি ভাষার কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন মানবতাবাদী দার্শনিক। তিনি তার সকল সৃষ্টিকর্মে প্রেম, আন্তঃধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ, মানবসেবা ও আলোকিত সমাজ বিনির্মাণের বার্তা প্রদান করেছেন।

দেশের ধর্মীয় সম্প্রীতি আরও সংহত করতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, সবাইকে শুধু মুখের কথায় নয় বাস্তবে কাজ করতে হবে, সকল মহলকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কী সংখ্যাগরিষ্ঠ আর কী সংখ্যালঘু সকলেই স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক। জাত-ধর্মের ভিন্নতার কারণে কাউকে অগ্রাধিকার আর কাউকে পশ্চাৎপদ করে রাখা কোনো মতেই সভ্য সমাজের কাজ হতে পারে না।

শিক্ষামন্ত্রী বলেন, লোক দেখানো সম্প্রীতি নয়, কার্যকর অর্থে সকলের ত্যাগ-তিতিক্ষা লাগবে এবং এ বিষয়ে যে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেয়া থেকে সকলকে বিরত থাকতে হবে। জালালুদ্দিন রুমি এবং বাংলার রুমি সৈয়দ আহমদুল হক তাদের কীর্তিময় জীবন ও কর্মে, চিন্তা ও দর্শনে এবং প্রায়োগিক সকল অর্থে উল্লিখিত বিষয়াবলির বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। ব্যক্তিজীবনে তারা অসাম্প্রদায়িক ছিলেন, সাহিত্যকর্মে ও সুফিতাত্ত্বিক রচনায় ধর্মীয় সম্প্রীতির বিষয়টি তাঁরা তুলে আনেন এবং তাদের নিরলস সাধনার জীবনেও তা চিত্রিত করেছেন।

তিনি বলেন, জালালুদ্দিন রুমির প্রেমময় আদর্শের একনিষ্ঠ অনুসারী হয়ে বাংলার রুমি অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন এবং সর্বদা দেশমাতৃকার অবস্থানকে ঊর্ধ্বে তুলে ধরে গোটা দেশে অসাম্প্রদায়িক পরিবেশ গড়ার আমৃত্যু নিরন্তর প্রয়াস চালিয়েছেন। আমাদের দেশের সামগ্রিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির স্বার্থে এসব বিষয়ের আরও অধিকতর প্রচার ও প্রকাশনা আবশ্যক বলে আমি মনে করি; তবেই আজকের এই আন্তর্জাতিক রুমি সম্মেলন সার্থক হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগৎবিখ্যাত কবি জালাল উদ্দিন রুমি ও বাংলার রুমি সৈয়দ আহমদুল হকের উপর অধিকতর মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জালাল উদ্দিন রুমি ছিলেন প্রেম, সম্প্রীতি ও প্রজ্ঞার কবি তিনি তাঁর সাহিত্য-কর্মের মাধ্যমে মানবতাবাদী দর্শন প্রচার করেছেন। এই আধ্যাত্মিক কবি, ইসলামী ব্যক্তিত্ব এবং সুফী সাধক তার লেখনীর মাধ্যমে অসাম্প্রদায়িক, মানবিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে যে অনন্য অবদান রেখেছেন তা বিশ্ববাসীর কাছে আজও সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শতবর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলন আয়োজন করার জন্য উপাচার্য ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আল্লামা রুমি সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আল্লামা রুমি সোসাইটি বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ রেজাউল করিম, সোসাইটির উপদেষ্টা সৈয়দ মাহমুদুল হক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোশ অধ্যাপক ড. অমিত দে এবং সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ও সম্মেলন আয়োজন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন অনুষ্ঠান সঞ্চালন করেন।

উল্লেখ্য, ভারত, ইরান, তুরস্কসহ ৭টি দেশের শিক্ষাবিদ ও গবষেকদের নিয়ে ঢাকা ও চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ৩ দিনব্যাপী এই ‘আন্তর্জাতিক রুমি সম্মেলন’। এই সম্মেলনে বিভিন্ন দেশের ২৪ জন গবেষক ৮টি একাডেমিক সেশনে তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

 

এ জাতীয় আরও খবর