শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুমের প্রতীকী চিত্র তুলে ধরলো বিএনপির নেতাকর্মীরা

news-image

নিজস্ব প্রতিবেদক : গুম হওয়ার প্রতীকী চিত্র তুলে ধরেছে বিএনপির নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী মুখে কালো কাপড় ও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় শুয়ে গুম হওয়ার প্রতীকী চিত্র তুলে ধরেন।

প্ল্যাকার্ডে লেখা ছিল স্টপ কিলিং। একটা প্রতীকী লাশের ওপর বাংলাদেশের পতাকা দিয়ে ঢাকা ছিল।

মঙ্গলবার (৩০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ চিত্র তুলে ধরেন তারা।

এর আগে, মানববন্ধনকে কেন্দ্র করে সকাল সাড়ে ১০টা থেকে ব্যানারসহ খণ্ড-খণ্ড মিছিল নিয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা কর্মসূচির প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে মানববন্ধনের আশপাশে মুখরিত করে তোলেন।

ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় ছাড়িয়ে শান্তিনগর পর্যন্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের গুম হওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যরাও অংশ নেন।