বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮ বছর পর কিউইদের হারালো উইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে জয় ভুলতে বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৪ সালের ৪ জানুয়ারি হ্যামিল্টনে ২০৩ রানের বিশাল ব্যবধানে জয়ের পর কিউইদের বিপক্ষে জয়হীন কেটেছে ক্যারিবিয়ানদের ৮ বছর ৭ মাস। অবশেষে জয়ের হাসি ক্যারিবীয়দের। ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে আট উইকেটে।

ম্যাচে টস হেরে প্রথম ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা ৪৫.২ ওভারে ১৯০ রান করে। মার্টিন গাপ্টিল ২৪, ফিন অ্যালেন ২৫, কেন উইলিয়ামসন ৩৪, টম লাথাম ১২, ডারিল মিচেল ২০, মাইকেল ব্রেসওয়েল ৩১, মিচেল স্যান্টনার ২৫ ও টিম সাউদি ১২ রান করেন।

ক্যারিবীয় বোলার আকিল হোসেন ২৮ রানে তিন উইকেট নেন। আলজারি জোসেফ নেন ৩৬ রানে তিনটি এবং জেসন হোল্ডার ৩৯ রানে দুই উইকেট নেন। একটি করে উইকেট পান কেভিন সিনক্লেয়ার ও ইয়ানিক ক্যারিয়া।

রান তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হিসেবে ক্রিজ ছাড়েন কাইল মেয়ার্স (৬)। দলীয় ৩৭ রানে শাই হোপ ফেরেন ২৬ রান করে। এরপর সুবিধা করতে পারেননি কেসি কার্টি। ২০ বলে ১১ রানে ফেরেন তিনি। ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তোলেন শামারা ব্রুকস এবং অধিনায়ক নিকোলাস পুরান। দুই ব্যাটার মিলে দলীয় সংগ্রহে ৭৫ রান যোগ করেন। পুরান ২৮ রানে আউট হলে ভাঙে এই জুটি। দলীয় সর্বোচ্চ রান আসে শামারা ব্রুকসের ব্যাট থেকে। ৯১ বলে ৯ চার ও ১ ছয়ে ৭৯ রান করেন তিনি। শেষে জার্মেইন ব্ল্যাকউড ১২ এবং জেসন হোল্ডার ১৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।

নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ড এবং টিম সাউদি দুটি করে উইকেট নেন। মিচেল স্যান্টনার পান ১টি।

এ জাতীয় আরও খবর

৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি, স্বাভাবিক হতে লাগবে ১ মাস

ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ ফলনের ‘জারা লেবু’,  ওজন এক কেজি 

নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র : শ্রম প্রতিমন্ত্রী

সনদ জালিয়াতি: দায় এড়াতে পারেন না কারিগরির সাবেক চেয়ারম্যান, দিতে হবে ব্যাখ্যা

কেএনএফের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ৭ জন কারাগারে

ঢাকা ছেড়েছেন কাতারের আমির

প্রথম ধাপের উপজেলা ভোটে ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বাংলাদেশিদের রক্তে সীমান্ত সবসময়ই ভেজা থাকছে: রিজভী

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

টি২০ সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীতরা

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ