শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোগান-গুতেরেস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার দেশটিতে সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক জানান বৃহস্পতিবার গুতেরেস ও এরদোগান পশ্চিম ইউক্রেনের লভিভে জেলেনস্কির সাথে ত্রিপিক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে রাশিয়ার সাথে বিরোধের রাজনৈতিক সমাধানের পাশাপাশি জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এছাড়া শুক্রবার কৃষ্ণ সাগর তীরবর্তী বন্দর নগরী ওডেসা সফর করবেন তারা। জাতিসংঘের মধ্যস্ততায় স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে সম্প্রতি এই বন্দর দিয়ে শস্য রপ্তানি আবারও শুরু হয়েছে।

ইউক্রেন সফরের পর আগামী শনিবার গুতেরেস ইস্তাম্বুলের যৌথ সমন্বয় কেন্দ্র পরিদর্শন করবেন। এই সমন্বয় কেন্দ্রটি রাশিয়ান, ইউক্রেনীয়, তুর্কি ও জাতিসংঘের কর্মকর্তাদের নিয়ে গঠিত এবং তারা ইউক্রেনের শস্য ও সারের রপ্তানির তদারকি করছে।