রবিবার, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাম বাড়ার খবরে ফিলিং স্টেশনে বাইকারদের উপচে পড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুক্রবার দিনগত রাত ১২টার পর থেকে নতুন দামে বিক্রি শুরু হয়েছে সব ধরনের জ্বালানি তেল। এদিকে এ খবরে রাজধানীর সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলচালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার পর থেকে ফিলিং স্টেশনগুলোতে ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

ফিলিং স্টেশনে তেল নিতে আসা এক মোটরসাইকেলচালক বলেন, মোটরসাইকেলে বেশি তেল না থাকায় ফিলিং স্টেশনে এলাম। এখানে এসে দেখি, উপচে পড়া ভিড়, কিন্তু ফিলিং স্টেশনে কেউ নেই। বিষয়টি বুঝে উঠতে পারছি না।

আরেকজন মোটরসাইকেলচালক বলেন, হঠাৎ সরকার তেলের দাম বৃদ্ধি করে দিয়েছে। খবরটি জানার পর থেকে তেলে নিতে এসেছি। কিন্তু পাম্পে আগে থেকেই যে ভিড়! মনে হচ্ছে অনেক সময় লাগবে।

উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বাড়ানোর পর ভোক্তা পর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।