শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দোকান থেকে ১৫০ ভরি স্বর্ণ চুরি

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া এলাকার কাঁকন জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।

দোকানে থাকা ১৫০ ভরি সোনার ও দুই কেজি রূপার গহনা চুরির অভিযোগ করেছে দোকান মালিক। চুরি যাওয়া জিনিসের মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা।

কলাতিয়া বাজারের মন্দির মার্কেটের কাঁকন জুয়েলার্স নামের ওই দোকানের টিনের চাল কেটে স্বর্ণ চুরি করা হয়।

জুয়েলার্সটির মালিক কানাই চন্দ্র মৃধার ছোট ভাই চানতোষ চন্দ্র মৃধা বলেন, ‘আমার ভাই গতকাল রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে আসেন। আজ সকালে দোকানের কারিগর দোকান খুলে সিন্দুকসহ সব এলোমেলো দেখে সে আমার ভাই কানাই মৃধাকে ফোন করে। ব্যাপারটি জানার পর আমরা গিয়ে দেখি গহনা সব চুরি হয়ে গেছে।’

দোকানের মালিক কানাই চন্দ্র মৃধা বলেন, ‘চোরের দল আমাকে নিঃস্ব করে দিলো। দোকানের টিনের চাল, রডের জালি কেটে দুটি সিন্দুকের প্রায় ১২টি তালা ভেঙে প্রায় ১৫০ ভরি স্বর্ণের ও দুই কেজি রুপার গহনা নিয়ে গেছে। এর মধ্যে বন্ধকের গহনাও ছিল। দোকানে থাকা এটিএম কার্ড থেকেও এক লাখ টাকা তুলেছে চোরের দল। দোকানে এত সিকিউরিটি দিয়েও চুরি থামানো গেল না। আমি কোথা থেকে মানুষের স্বর্ণ ফেরত দেব। আমার আর কিছুই রইল না।’

এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘পুলিশ সুপার হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবিরসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পিবিআই, এনএসআই কর্মকর্তারাও ঘটনাটি আলাদাভাবে তদন্ত করছেন।’

 

এ জাতীয় আরও খবর