শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরপেক্ষ সরকারের দাবি না মানলে রাজপথেই সরকার পরিবর্তন: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি না মানলে রাজপথেই সরকার পরিবর্তন করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব) এর ‘মিট দ্যা ওকাব’ অনুষ্ঠানে দেশের চলমান পরিস্থিতিতে দলীয় লক্ষ্য তুলে ধরতে গিয়ে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘এখন রাজপথেই একমাত্র সমাধান। সরকার যদি উদ্যোগ না নেয় অর্থাৎ এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দাবি না মানে তাহলে রাজপথেই একমাত্র সমাধান।’

দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয় বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘নির্বাচন তখনই সম্ভব হবে যখন দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার থাকবে। ওই সরকারের অধীনে একটি নির্বাচন কমিশন হবে সেই কমিশন নির্বাচন পরিচালনা করবে। তার আগে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই সম্ভব নয়।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন তো একেবারে হাল ছেড়ে দিয়েছেন মনে হয় আর কি। তিনি বলেই দিয়েছেন দলীয় সরকারের অধীনে খুব কঠিন হচ্ছে এবং এখানে যদি বিএনপি না আসে বা মূল বিরোধী দল যদি না আসে সেই নির্বাচন অর্থবহ হবে না। সেজন্য আমাদের মূল কথাটাই হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার। এটাই হচ্ছে আমাদের দাবি।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ব্যাক ডোর (পেছনের দরজা) বলে কোনো কথা (সংলাপ) নেই। আমাদের যা কিছু সব ফ্রন্ট ডোর (সামনের দরজা)। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল আছে তারা ইতোমধ্যে বলে দিয়েছে কোনো নির্বাচনে যাবে না।’

আন্দোলনে জামায়াত ইসলামী অবস্থান কি হবে, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছি একটা জাতীয় ঐক্য তৈরি করার জন্য। সেখানে এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি একটা বিষয় আমরা সবাই একমত হয়েছি যে, আমরা যুগপৎ আন্দোলনে যাবো। সুতরাং এখানে এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।’

সরকারের পরিবর্তে বিএনপি বিকল্প কি-না, প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে। তারও আগে বিএনপি দুইবার রাষ্ট্র পরিচালনা করেছে। বিএনপি হচ্ছে একমাত্র বিকল্প যা এই সমস্যার সমাধান করতে পারে।’

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ আছে কি-না, জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘না, আলোচনার পথ কোথায়? সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কথা বলতে চায় তখন আমরা সেটা দেখব।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব গণতান্ত্রিক দেশগুলোর কাছে একটাই প্রত্যাশা করি, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সবাই যার যার জায়গা থেকে তারা তাদের ভূমিকা রাখবে।’

আপনাদের দাবি পূরণ না হলে কি নির্বাচনে অংশ নেবেন কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘‘২০১৮ সালে প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সঙ্গে আলোচনার পরে আমরা নির্বাচনে গিয়েছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর মেয়ে- আমি আপনাদের কথা দিচ্ছি, নির্বাচনটি সুষ্ঠু হবে।সেই দিন থেকে কেউ অ্যারেস্ট হবে না ও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে কোনোভাবে বাধা দেওয়া হবে না।’ আমরা গণতন্ত্রের স্বার্থেই সমস্ত দল একমত হয়েই সেই নির্বাচনে গিয়েছিলাম। কিন্তু শেখ হাসিনা তার সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি।’

তিনি বলেন, ‘আমাদের ১৯ জন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল, কোর্টের রায় পর্যন্ত প্রভাবিত করা হয়েছিল এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করা হয়েছিল। এখানে ওই নির্বাচনের দুই প্রার্থী জহিরউদ্দিন স্বপন ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আছেন- তারা প্রচারের জন্য ঘর থেকেই বেরুতে পারেনি। ঠাকুরগাঁওয়ে আমার সামনে দুই পাশে দুইটা মাইক্রোবাস নিয়ে ডিবি-নিরাপত্তা বাহিনীর লোকজন অপেক্ষা করে।’

অনুষ্ঠানে ওকাবের আহ্বায়ক, বিবিসির সংবাদদাতা কাদির কল্লোল ও সদস্যসচিব জার্মান নিউজ এজেন্সির (ডিপিএ) সংবাদদাতা নজরুল ইসলাম মিঠুর পরিচালনায় ওকাবের জ্যেষ্ঠ সদস্য ফরিদ আহমেদ মূল মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে বিএনপির মিডিয়া সেলের জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।