শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

১০০ কোটি টাকার সিনেমা বানিয়ে ‘বিপাকে’ অনন্ত জলিল!

news-image

বিনোদন প্রতিবেদক : ঈদ মানেই নতুন ছবি মুক্তি। যার ধারাবাহিকতা ছিল গত দুই ঈদেও। তবে গেল কোরবানির ঈদ যেন একটু ব্যতিক্রম। কারণ এই ঈদে মুক্তি পাওয়ার তিনটি সিনেমা- ‘সাইকো’, ‘পরাণ’ ও ‘দিন: দ্য ডে’ নিয়ে যেন আলোচনা-সমালোচনা থামছেই না।শোবিজ পাড়া থেকে শুরু চায়ের টেবিলেও চলছে ছবি তিনটি নিয়ে তর্ক-বিতর্ক।

বিশেষ করে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ যেন শোবিজ পাড়ায় সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যার কিছুটা হলেও প্রমাণ মেলে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে চোখ বোলালেই। মনে হচ্ছে ১০০ কোটি টাকার বেশি বাজেটে ‘দিন: দ্য ডে’ নির্মাণ করে বিপাকে পড়েছেন ছবির নায়ক ও অন্যতম প্রযোজক অনন্ত জলিল!

সিনেমার মুক্তির দিন (কোরবানির ঈদের দিন) থেকে শুরু করে এখন পর্যন্ত ‘দিন: দ্য ডে’ যেন শোবিজের শিল্পীদের মধ্যে মত-বিরোধ তৈরি করেছে। যা নিয়ে ইতোমধ্যেই মুখ খুলেছেন শিল্পী, নির্মাতা ও সিনেমা ইন্ড্রাস্টির অন্যান্য লোকজন।

শুরুটা হয় নির্মাতা অনন্য মামুনকে বাজে মন্তব্য করার মধ্যদিয়ে। মামুনকে সামনে পেলে কান ধরিয়ে ওঠবস করাবেন বলে একটি বেসরকারি টিভি চ্যানেলে মন্তব্য করেন অনন্ত। ক্ষুব্ধ হয়ে পাল্টা উত্তরে মামুন বলেন, ‘মি. অনন্ত জলিল সাহেব, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী নই, ব্যাপারটা মাথায় রাখবেন।’

এর মধ্যেই আবার এক সাক্ষাৎকারে বর্ষা জানান, রায়হান রাফিকে তিনি চেনেন না। তার ভাষ্য, ‘রাজ নামের কাউকে চিনি না। একজন নায়িকার জামাই, সেটা শুনেছি।’ তাদের এসব কথা যখন আলোচনা-সমালোচনা তুঙ্গে সে সময়ই বর্ষার অন্য একটি মন্তব্য যেন খেপিয়ে তুলে শিল্পীদের।

সংবাদিকদের বর্ষা বলেন, ‘কি টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

ততক্ষণে ইন্ডাস্ট্রিতে শুরু হয়ে গেছে নানা বিতর্ক। বর্ষা কাকে উদ্দেশ করে এই কথাগুলো বলেছেন? তা নিয়েও শুরু হয় সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই বর্ষার বক্তব্যের নায়িকার হিসেবে ইঙ্গিত করেন মিম ও পরীকে। তাদের এমন মন্তব্যে মুখ খুলতে বাধ্য হন অনেক গুণী নির্মাতা ও শিল্পীরাও। কথা বলেন গুণী নির্মাতা দোলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী ববিতা, অঞ্জনা, অভিনেতা ডিপজল, পরীমনি, বিদ্যা সিনহা মিমসহ অনেকেই।

বিতর্কের সুর যেন কোন ভাবেই থামছে না। একের পর এক শোবিজের লোকজন অভিযোগের আঙ্গুল তুলছে অনন্ত জলিলের দিকে। সিনেমার কাটতিকে পাশ কাটিয়ে সামালোচনার কাটতিই এখন বেশ ভালোই হচ্ছে।

 

সবশেষ ক’দিন আগে অনন্ত জানান, ৭৪ জন চলচ্চিত্র শিল্পী নিয়ে তিনি সিনেমাটি দেখবেন। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বরেণ্য অনেকশিল্পীকে। তবে চিত্রনায়িকা ববিতা জানিয়েছেন অন্তত জলিল মিথ্যাচার করছেন। আর নায়িকা অঞ্জনা বলেন, ‘আন্তর্জাতিক মানের সিনেমা, আন্তর্জাতিক মানের সিনেমা! আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি!’

এরপর অনন্তকে অনুরোধ জানিয়ে অঞ্জনা বলেন, ‘শুধু একটাই অনুরোধ থাকবে আপনার কাছে, এদেশের চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ইতিহাস জেনে তারপর আপনি আপনার মতো মত প্রকাশ করবেন।’

নির্মাতা খিজির হায়াত খানও সমালোচনা করে অনন্ত জলিলকে উদ্দেশ করে বলেন, ‘শত কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছেন খুবই ভালো কথা। আপনাকে অনেক অনেক সাধুবাদ। কিন্তু এক আপনি সিনেমা বানিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে উদ্ধার করেছেন আর বাকিরা সব কিছুই করতে পারে নাই এইটা আপনাকে কে বলল? শিল্প টাকায় না মেরিটে মানুষের কলিজায় জায়গা পায় জানেন কি? আর এই যে সিআইপি বলে মুখে ফেনা তুলে ফেলছেন, আপনি কি এই দেশের একমাত্র সিআইপি?’

এ পরিচালাক আরও বলেন, ‘শিল্পী হতে হলে আগে নমনীয় হতে হয় দয়া করে এটা আগে জেনে রাখুন। আপনার এবং আপনার সহধর্মিনীর সবাইকে নিয়ে এইসব অবমাননা সূচক কথাবার্তা না আপনার না এই ইন্ডাস্ট্রির কোনো কাজে দিবে তা কি আপনারা বোঝেন? যাক এক শ কোটি কেন এক হাজার কোটি টাকা দিয়ে সিনেমা বানান ভবিষ্যতে এই কামনা রইল কিন্তু মানুষকে আগে সন্মান দিতে শিখুন।’

গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু এক ভিডিওবার্তায় বলেন, ‘কোটি টাকা দিয়ে সিনেমা, পাগল ছাড়া কেউ বানাবে নাকি! ওই টাকা উঠবে নাকি। আর যদি বলি কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছি তাহলে তো আমি একটা পাগল হয়ে গেলাম।’

সব মিলিয়ে অনন্ত জলিলের কোটি টাকার সিনেমা বানানোকে কেন্দ্র করে শোবিজ পাড়া এখন উত্তাল। যার ঢেউ আছড়ে পড়ছে শোবিজের লোকজনদের উপরেই। আর এই এক সিনেমা যেন আলাদা করছে শিল্পীদের সম্পর্কের জায়গাটিও!

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন