শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজিমপুর দিয়ে লোডশেডিং শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক এক ঘণ্টার লোডশেডিং শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আজিমপুর দিয়ে এই লোডশেডিং শুরু হয়। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সমন্বয় সভার পর এক সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে লোডশেডিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিষয়গুলো হলো-

রাজধানীতে ডিপিডিসি ও ডেসকোসহ দেশের কোথায়-কখন লোডশেডিং হবে তার সম্ভাব্য শিডিউল প্রকাশ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ।
জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।
এ ছাড়াও সপ্তাহে একদিন পেট্রল পাম্পও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
রাত ৮টার পর খোলা রাখা যাবে না দোকান ও শপিংমল।
শিডিউল মেনেই প্রতিটি এলাকায় এক ঘণ্টা করে বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ। পরে সরবরাহ সংকট মোকাবিলা করতে না পারলে লোডশেডিং দুই ঘণ্টা করা হবে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ড. নসরুল হামিদ বলেন, প্রাথমিকভাবে প্রায় এক সপ্তাহ ধরে ঘণ্টাব্যাপী লোডশেডিং চলবে এবং তা পর্যাপ্ত না হলে লোডশেডিংয়ের মেয়াদ বাড়ানো হবে।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন প্রায় ১,০০০ মেগাওয়াট থেকে ১,৫০০ মেগাওয়াট ঘাটতি হবে। ফলে কর্তৃপক্ষ সারা দেশে পর্যায়ক্রমে এক থেকে দুই ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং করতে বাধ্য হবেন।’ দেশে ফিলিং স্টেশনগুলোও সপ্তাহে এক দিন বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্ত সাময়িক বৈশ্বিক পরিস্থিতির উন্নতির পরপরই আমরা সম্পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে ফিরে যাব।’

তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকারিভাবে ডিজেলের খরচ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে বিদ্যুৎ খাতে প্রায় ১০ শতাংশ ডিজেল ব্যবহৃত হয়, বাকিটা পরিবহন খাতে ব্যবহৃত হয় এবং ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হলে সরকার যথেষ্ট পরিমাণ পেট্রোল বাঁচাতে সক্ষম হবে।

 

এ জাতীয় আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)

কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

টাঙ্গাইলে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

গাজায় দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস

মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

টেকনাফ সীমান্তের কাছে আগুনের কুণ্ডলী, গোলার বিকট শব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্বস্তি

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

কারওয়ান বাজারে হোটেল লা ভিঞ্চিতে আগুন