শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামিন পেলেন না পদ্মা সেতুর নাট খোলা বায়েজিদ

news-image

শরীয়তপুর প্রতিনিধি : পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক ভিডিও বানানো যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, পদ্মা সেতুর রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়িয়ে পড়লে সিআইডির হাতে গ্রেপ্তার হন বায়েজিদ। তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানায়। এ সময় শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বায়েজিদের সাত দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে হাজির করা হয়। পরে বুধবার দুপুরে জামিন শুনানি শেষে শরীয়তপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিজ্ঞ বিচারক শামসুল আলম তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহিদুল ইসলাম সজীব বলেন, বিজ্ঞ আদালত বায়েজিদ তালহার জামিন আবেদন নামঞ্জুর করেন। এতে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের স্বার্থে উচ্চ আদালতে আমরা মিস পিটিশন দায়ের করব।

গত ২৬ জুন বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে এবং বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে। যেগুলো এ মামলাটির সঙ্গে সংশ্লিষ্ট।

 

এ জাতীয় আরও খবর